উত্তরবঙ্গে মৃত্যুমিছিল, পিছিয়ে গেল ছবির টিজার মুক্তি! মানবিক সিদ্ধান্ত নিলেন রুক্মিণী মৈত্র, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা

গোটা পশ্চিমবঙ্গ যখন উত্তরবঙ্গের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পাশে দাঁড়িয়ে, ঠিক সেই সময় একটি বড় ও মানবিক সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। উত্তরবঙ্গে ধস ও নদীর জলোচ্ছ্বাসে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য পর্যটক আটকে পড়েছেন। এই কঠিন পরিস্থিতি বিবেচনা করে রুক্মিণী তাঁর আসন্ন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’-এর টিজার মুক্তির সময় পিছিয়ে দিয়েছেন।
রুক্মিণীর ঘোষণা সোশ্যাল মিডিয়ায়
চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে রুক্মিণীর এই নতুন ছবির টিজার মুক্তি পাওয়ার কথা ছিল ৬ অক্টোবর সকাল ১১টায়। কিন্তু পুরো টিমের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করেন রুক্মিণী মৈত্র। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন:
“বন্যায় উত্তরবঙ্গে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির টিজার পিছিয়ে দেওয়া হবে। টিজার কবে মুক্তি পাবে সেটা আগামী সময় জানিয়ে দেওয়া হবে।”
অভিনেত্রী জানান, এমন মর্মান্তিক পরিস্থিতিতে বিনোদনের প্রচার পিছিয়ে দেওয়াটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছে ছবির টিম।
‘হাঁটি হাঁটি পা পা’ ছবির গল্প
এই ছবিটি এক অবাধ্য বাবা (চিরঞ্জিত চক্রবর্তী) এবং তাঁর দায়িত্বশীল মেয়ের (রুক্মিণী মৈত্র) মান-অভিমানের গল্প নিয়ে আসছে। ইতিমধ্যেই ছবির প্রথম লুক প্রকাশে এনেছেন অভিনেত্রী। যেখানে তাঁকে ল্যাপটপ সামনে চোখে চশমা পরে এক অন্যরকম লুকে দেখা গিয়েছে।
উল্লেখ্য, চিরঞ্জিত এবং রুক্মিণী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অঞ্জনা বসু, তুলিকা বসু, সন্দীপ্তা ভট্টাচার্য, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, প্রণয় দাশগুপ্ত, প্রিয়াঙ্কা পোদ্দার, অমিত কুমার দত্ত, দিব্যজ্যোতি রক্ষিত, মৌসুমী ছেত্রী, সুমিত সাহা ও সৌরভ সমাদ্দার সহ আরও অনেকে।
প্রসঙ্গত, চলতি বছরে ‘বিনোদিনী’ ছবিতে অসাধারণ অভিনয় করে রুক্মিণী মৈত্র ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের মন জয় করে নিয়েছেন। এবার তাঁর দ্বিতীয় ছবি মুক্তির পালা। যদিও সিনেমার হলগুলিতে ইতিমধ্যেই টিজারটি দেখানো হয়েছে, তবে সোশ্যাল মিডিয়ায় মুক্তির তারিখ পিছিয়ে গেল।