উত্তরের দুর্যোগে ফের ভাঙন! চরতোর্ষা ডাইভারশন ভেঙে বিচ্ছিন্ন আলিপুরদুয়ার-ফালাকাটা সড়ক যোগাযোগ, চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের

উৎসবের মরশুম পুরোপুরি কাটার আগেই উত্তরবঙ্গে যেন থামছে না প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব। প্রবল বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের জেরে টুরিস্ট লজে জল ঢোকা থেকে শুরু করে বাঁধের ক্ষতি—সর্বত্রই চরম বিপর্যয়। এই দুর্যোগের জেরেই এবার ভেঙে গেল চরতোর্ষা ডাইভারশন, যার ফলে ফালাকাটা ও আলিপুরদুয়ারের সড়ক যোগাযোগ ফের একবার বিচ্ছিন্ন হয়ে গেল।
ভাঙল ডাইভারশন, দুর্ভোগে নিত্যযাত্রীরা
আলিপুরদুয়ার-ফালাকাটা সড়কের বালুর ঘাট এলাকায় সঞ্জয় নদীর উপর জাতীয় সড়ক কর্তৃপক্ষ একটি নতুন ব্রিজ নির্মাণের কাজ চালাচ্ছে। সেই কারণে পুরনো ব্রিজ ভেঙে দিয়ে যাতায়াতের জন্য নদীর উপর একটি অস্থায়ী রাস্তা বা ডাইভারশন তৈরি করা হয়েছিল।
জলোচ্ছ্বাসের ধাক্কায় সেই অস্থায়ী রাস্তাটি পুরোপুরি ভেঙে গিয়েছে। এর ফলে আলিপুরদুয়ার থেকে ফালাকাটার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। বহু মানুষ কাজে যাওয়ার জন্য বেরিয়েও ফিরে যেতে বাধ্য হয়েছেন। এখন কোচবিহার হয়ে ১৫ কিলোমিটার বাড়তি ঘুরে যাতায়াত করতে হচ্ছে মানুষকে। এই নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
নোনাই নদীর বাঁধে ফাটল ও ধস
অন্যদিকে, এই দুর্যোগের জেরে আলিপুরদুয়ার ১ নং ব্লকের বিবেকানন্দ ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নোনাই নদীর বাঁধের বর্তমান অবস্থাও বেশ উদ্বেগজনক। এই বাঁধের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশে ফাটল ধরেছে ও ধস নেমেছে।
স্থানীয়রা আতঙ্কিত হয়ে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে বাঁধ মেরামতের কাজ শুরু করার জন্য অনুরোধ জানিয়েছেন। বাঁধের এই অবস্থা এলাকার বহু গ্রামকে বন্যার মুখে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।