আতঙ্কের আরেক নাম কোবরা! লিফটে ফণা তোলা সাপ দেখে নয়ডার আবাসনে ছুটোছুটি, হোটেলের কমোডেও বিষধর

বিলাসবহুল ফ্ল্যাটের লিফট। দরজা খুলতেই যদি দেখেন ফণা তুলে অপেক্ষা করছে একটি বিষধর কোবরা, তবে সেই দৃশ্য কেমন হতে পারে? নয়ডার একটি আবাসনে সম্প্রতি এমনই হাড়হিম অভিজ্ঞতার সম্মুখীন হলেন কয়েকজন বাসিন্দা, যার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নয়ডা: লিফটের মধ্যে কোবরা, আতঙ্ক আবাসনে
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার নয়ডার সেক্টর ১৬৮-এর গোল্ডেন পাম সোসাইটির আবাসনে এই ঘটনাটি ঘটেছে। লিফটের জন্য অপেক্ষা করছিলেন কয়েকজন বাসিন্দা। লিফট আসার পর দরজা খুলতেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন সকলে। লিফটের মধ্যেই ফণা তুলে বসেছিল এক বিরাট কোবরা।

তাড়াতাড়ি নিরাপত্তারক্ষীদের খবর দেওয়া হয়। পরে আবাসনের কর্মীরা ডাস্টবিনের সাহায্যে সাপটিকে উদ্ধার করে অদূরের এক জঙ্গলে ছেড়ে দেন।

এই ঘটনায় আবাসনের বাসিন্দাদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়িয়েছে। অনেকের দাবি, যদি লিফটে কোবরা ঢুকতে পারে, তবে তা জিম, বাগান, এমনকি ঘরের মধ্যেও ঢুকে পড়তে পারে। কেউ কেউ জানিয়েছেন, এই সাপটি আগেও আবাসনের বাগানে দেখা গিয়েছিল। আতঙ্কিত অভিভাবকরা এখন শিশুদের ঘরের বাইরে যেতে দিতে ভয় পাচ্ছেন।

রাজস্থান: কমোডে উঁকি দিতেই জ্ঞান হারালেন পর্যটক
নয়ডার ঘটনার কিছুদিন আগেই একইরকম ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন এক পর্যটক। ঘটনাটি ঘটেছিল রাজস্থানের আজমেরের পুষ্করের একটি হোটেলে।

হোটেল রুমে বাথরুমে প্রস্রাব করতে গিয়েই এক যুবক ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। কমোডের কাছে উঁকি দিতেই দেখেন, তার ভিতরেই রয়েছে পাঁচ ফুট লম্বা, বিষধর কোবরা! কমোডের মধ্যে সাপ দেখেই ভয়ে মূর্ছা যান তিনি।

হোটেল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে কোবরা টিমকে খবর দেয়। কয়েক ঘণ্টা চেষ্টার পর সাপটি উদ্ধার করা সম্ভব হয়। হোটেলের তিনতলার একটি রুমের বাথরুমে কীভাবে এত লম্বা কোবরা পৌঁছল, তা নিয়ে কর্তৃপক্ষ সংশয় প্রকাশ করেছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই মন্তব্য করেছেন, এবার থেকে হোটেলের বাথরুমে ঢুকতেও ভয় লাগবে।