রোহিত-কোহলির ক্রিকেট ভবিষ্যৎ কী? নেতৃত্ব হারানোর পরই দুই কিংবদন্তিকে বড় পরামর্শ দিলেন গাভাসকর, ২০২৭ বিশ্বকাপে কি বাদ?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণার পরই বড়সড় চমক দিয়েছে নির্বাচকমণ্ডলী। রোহিত শর্মার হাত থেকে ওয়ানডে ফরম্যাটের নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে তরুণ তারকা শুভমান গিলের হাতে। রোহিতের নেতৃত্ব হারানোর পরপরই কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর ভারতের দুই মহারথী বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

গাভাসকরের পরামর্শ: ‘বিজয় হাজারে ট্রফিতে খেলুক’
ওয়ানডে ফরম্যাটেই কেবল খেলেন রোহিত। এই ফরম্যাটে নেতৃত্ব হারানোর পর তাঁর জাতীয় দলের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সুনীল গাভাসকর এই দুই সিনিয়র ক্রিকেটারকে নিজেদের ফিটনেস ও ম্যাচ প্র্যাকটিস বজায় রাখার উপায় বাতলেছেন।

গাভাসকর বলেছেন, “এই দু’জন বিজয় হাজারে ট্রফিতে খেলুক। যদি কোনও আন্তর্জাতিক ওয়ানডে টুর্নামেন্টের সঙ্গে সূচি না মেলে, তাহলে ওরা বিজয় হাজারে ট্রফিতেই খেলুক। এটাই একমাত্র উপায় নিজেকে ফিট রাখা ও ম্যাচ প্র্যাকটিসের জন্য।”

কেন নেতৃত্ব হারালেন রোহিত? নির্বাচকদের ব্যাখ্যা
রোহিতের নেতৃত্ব যে টলমল ছিল, তা অনেকেই আঁচ করেছিলেন। শনিবার অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণার পরই সেই জল্পনা সত্যি হয়— শুভমান গিল হচ্ছেন ওয়ানডে-র নতুন অধিনায়ক।

রোহিতের হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর। তিনি বলেছেন, “তিনটি ফরম্যাটে তিন অধিনায়ক একেবারেই অসম্ভব ব্যাপার। ওয়ানডে ফরম্যাট সবচেয়ে কম খেলা হবে। ২০২৭ বিশ্বকাপ হতে আর দুই বছর বাকি। টি-টোয়েন্টি ফরম্যাটেই সবাই ফোকাস রাখবে। ওয়ানডে বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। নতুন অধিনায়ককে সময় দিতে হবে।”

ক্রিকেট মহলে ভিন্ন মত
দলগঠন এবং নেতৃত্ব পরিবর্তন নিয়ে ক্রিকেট মহলে নানা মত দেখা দিয়েছে।

মদনলাল: তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্য মদনলাল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “নির্বাচকরা দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছেন। গিলকে নেতা করা সামনের দিকে এগনোরই পরিচয়। বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারবে গিল। গিলের নেতৃত্বে রোহিত কেমন খেলে, সেটাই দেখার।”

ডেভিড গাওয়ার: অন্যদিকে, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড গাওয়ারের মন্তব্য আরও বিস্ফোরক। তিনি বলেছেন, “২০২৭ বিশ্বকাপে বিরাট ও রোহিত একসঙ্গে খেলবে বলে মনে হয় না। চোটআঘাত প্রবণ হলেও পন্থ খেলবে। গিলের মতো তরুণ অধিনায়কের উপরই নির্ভর করছে দল। ভারতকে সাফল্য এনে দিতে এটাই আদর্শ সুযোগ গিলের সামনে।”