কৈলাস থেকে উমা বিদায়, মর্তে লক্ষ্মী, কোজাগরী পূর্ণিমায় ভক্তদের জন্য মুখ্যমন্ত্রী মমতার বিশেষ উপহার, মুক্তি পেল নতুন গান

চারদিন পর কৈলাস থেকে মা উমা বিদায় নিয়েছেন, আর ভক্তদের সুখ-সমৃদ্ধিতে ভরিয়ে দিতে মর্তে এসেছেন মা লক্ষ্মী। সোমবার রাজ্যজুড়ে পালিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীপুজো। সকাল থেকেই ফুল, বেলপাতা, নৈবেদ্য সাজিয়ে ধনদেবীর আরাধনায় মত্ত আপামর বাঙালি। এই বিশেষ আবহে নিজের লেখা গানের মাধ্যমে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর কাব্যিক শুভেচ্ছা বার্তা
এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী তাঁর লেখা গানের দুটি লাইন উদ্ধৃত করে শুভেচ্ছা জানান। তিনি লেখেন:

“আমার লক্ষ্মী প্রতিদিনই সবারে করে আহ্বান,
আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনেরই জয়গান।”

সেই সঙ্গে তিনি যোগ করেন, “সকলকে জানাই কোজাগরী লক্ষ্মীপুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

সোশ্যাল মিডিয়ার এই পোস্টের সঙ্গেই তিনি নতুন একটি গান শেয়ার করেছেন। এই নতুন গানটির কথা ও সুর মুখ্যমন্ত্রীরই লেখা, এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

গান ও ভিডিওতে নারীর জয়গান
প্রকাশিত ভিডিয়োতে লক্ষ্মীপুজোর প্রস্তুতির নানা শান্ত ও ভক্তিময় মুহূর্ত তুলে ধরা হয়েছে— বাড়ির মহিলাদের আলপনা আঁকা, প্রদীপ জ্বালানো, এবং লক্ষ্মী প্রতিমার আরাধনা। গানের কথায় জীবনের সংগ্রামের মধ্যে আশার আলো খোঁজা এবং সমাজে নারীদের এগিয়ে চলার প্রেরণা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।

এর আগে দুর্গাপুজোর সময়ও মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা একাধিক গান প্রকাশ পেয়েছিল। মহানবমীর দিন ইমন চক্রবর্তীর কন্ঠে তাঁর লেখা গান শেয়ার করেছিলেন মমতা। কোজাগরী পূর্ণিমার দিনেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি।

রাজনীতির পাশাপাশি গান লেখা, কবিতা লেখা, এবং ছবি আঁকার মতো সৃজনশীল দিকগুলি সামলান মুখ্যমন্ত্রী। রবিবার কলকাতার রেড রোডে আয়োজিত জমজমাট দুর্গাপুজো কার্নিভালে তিনি উপস্থিত ছিলেন। এরপর এদিন সকালে নতুন গানের মাধ্যমে রাজ্যবাসীকে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই মানবিক বার্তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে।