সুপ্রিম কোর্টে ধুন্ধুমার কাণ্ড! প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছুঁড়লেন আইনজীবী, যা ঘটল এজলাসে

দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে সোমবার এক নজিরবিহীন ঘটনা ঘটল। প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে এজলাসের মধ্যেই জুতো ছুঁড়লেন এক ব্যক্তি, যিনি আইনজীবীর পোশাক পরে ছিলেন। এই অভাবনীয় ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় আদালত কক্ষে।
জানা গিয়েছে, এদিন শীর্ষ আদালতে একটি মামলার শুনানি চলছিল। সেই সময়ই আইনজীবীর পোশাকে থাকা ওই ব্যক্তি আচমকা প্রধান বিচারপতিকে নিশানা করে জুতো ছুঁড়ে মারেন। যদিও প্রধান বিচারপতি এই ঘটনায় বিন্দুমাত্র বিচলিত হননি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এতে আমার কিছুই যায় আসে না।”
‘সনাতন ধর্মের অপমান হিন্দুস্তান সহ্য করবে না’
জুতো ছোড়ার পরই সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে আটক করেন। তাঁকে এজলাস থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তিনি বারবার চিৎকার করে বলতে থাকেন, “সনাতন ধর্মের অপমান হিন্দুস্তান সহ্য করবে না!”
এই ঘটনায় স্পষ্ট যে, কোনও একটি নির্দিষ্ট বিষয় নিয়ে গভীর ক্ষোভ থেকেই ওই ব্যক্তি দেশের প্রধান বিচারপতিকে লক্ষ্য করে এমন কাজ করেছেন। অভিযুক্তের কাছ থেকে জুতো ছোড়ার কারণ এবং তার বক্তব্যের বিস্তারিত মোটিভ জানতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। দেশের সর্বোচ্চ বিচারালয়ে প্রধান বিচারপতির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।