শিখর ধাওয়ানকে ঘুষি মারতে চাই’, বিতর্কিত মন্তব্যে শিরোনামে পাক স্পিনার আবরার আহমেদ, তোলপাড় নেটপাড়া

মাঠে উইকেট নেওয়ার পর বিতর্কিত সেলিব্রেশনের জন্য বারবার শিরোনামে এসেছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। ভারতীয় ব্যাটারদের ক্ষেত্রেও তাঁর আগ্রাসী উদযাপন দেখা গিয়েছে। এবার মাঠের বাইরে এক বিস্ফোরক মন্তব্যের জেরে ফের বিতর্কে জড়ালেন এই পাক ক্রিকেটার। আবরার আহমেদ জানালেন, তিনি এক ভারতীয় ক্রিকেটারকে ‘ঘুষি’ মারতে চান!

প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের সঙ্গে বক্সিং করার ইচ্ছাপ্রকাশ করে বড় বিতর্ক তৈরি করেছেন আবরার। সম্প্রতি একটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলে তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি ধাওয়ানের নাম উল্লেখ করেন।

আবরারের বিস্ফোরক মন্তব্য
সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপ ২০২৫ এবং এই বছরের শুরুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ পাকিস্তানের হয়ে খেলেছেন আবরার। ওই সাক্ষাৎকারের যে ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে সঞ্চালক তাঁকে জিজ্ঞাসা করেন:

“পৃথিবীতে এমন কোন প্লেয়ার রয়েছে, যার উপর আপনার খুব রাগ ও তার সঙ্গে বক্সিং করতে চান, পাঞ্চ মারতে চান?”

এর উত্তরে আবরার আহমেদ কোনওরকম ইতস্তত না করেই বলেন, “আমি চাই বক্সিং করতে আর সামনে চাই শিখর ধাওয়ানকে।” এরপর সঞ্চালিকা মজাদার ছলে শিখর ধাওয়ানের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন— ‘আপনি কি তৈরি?’

সোশ্যাল মিডিয়ায় ঝড়, ফ্যানদের পাল্টা জবাব
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হতে বেশি সময় নেয়নি। আবরার আহমেদের এই মন্তব্যের তীব্র জবাব দিয়েছে ভারতীয় ফ্যানেরা। সাম্প্রতিক সময়গুলোতে ভারত বারবার পাকিস্তানকে বড় ম্যাচগুলোতে হারিয়েছে। সম্ভবত সেই হতাশা থেকেই আবরার এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন অনেকে।

যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত আবরার আহমেদের মন্তব্য নিয়ে প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।