“চার্জারই ধরিয়ে দিল জঙ্গিদের ‘হেল্পার’কে!”-পহেলগামের ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

পহেলগামের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় যুক্ত জঙ্গিদের প্রধান ‘হেল্পার’ বা ‘ওভার গ্রাউন্ড ওয়ার্কার’ (OGW) মহম্মদ ইউসুফ কাটারিকে গ্রেপ্তার করে বড় সাফল্য পেল পুলিশ। কাশ্মীরের কুলগাঁও এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে কাটারিকে আটক করা হয়। জঙ্গিদের দেওয়া একটি মোবাইল চার্জারই শেষ পর্যন্ত এই গ্রাউন্ড ওয়ার্কারকে ধরিয়ে দিল।
জঙ্গি হামলার আগে এবং চলাকালীন জঙ্গিদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেওয়ার জন্য এই গ্রাউন্ড ওয়ার্কারদের ব্যবহার করা হয়। কাটারির মূল কাজ ছিল জঙ্গিদের আশ্রয় দেওয়া, প্রয়োজনীয় জিনিস জোগাড় করে দেওয়া এবং তথ্য সরবরাহ করা।
কিন্তু কাটারি ধরা পড়ল ‘অপারেশন মহাদেব’-এর সাফল্যের পর। পহেলগাম হামলায় যুক্ত তিন জঙ্গিকে খতম করার পর সেনা সেই এলাকা থেকে কিছু সামগ্রী উদ্ধার করে। সেই জিনিসের মধ্যে পাওয়া যায় একটি মোবাইল চার্জার। তদন্তকারীরা সেই চার্জারের মালিকের খোঁজ করতে গিয়েই মহম্মদ ইউসুফ কাটারির হদিস পান।
পুলিশি জিজ্ঞাসাবাদে কাটারি জানিয়েছে, পহেলগামের ঘটনায় যুক্ত জঙ্গিদের সঙ্গে সে মোট চার বার দেখা করেছিল। শ্রীনগরের কাছে জ়াবরওয়ান পাহাড়ে সে ওই জঙ্গিদের সঙ্গে দেখা করতো বলে জানিয়েছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় যুক্ত জঙ্গিদের সমস্ত তথ্য সংগ্রহে তদন্তকারী আধিকারিকরা এখন কাটারিকে জিজ্ঞাসাবাদ করছেন।