১২ হাজার পরিবারে মিষ্টি পাঠাচ্ছেন মন্ত্রী উদয়ন গুহ, বিজয়ার শুভেচ্ছা বার্তায় জমজমাট দিনহাটা

দুর্গাপুজোর আনন্দকে বিজয়ার শুভেচ্ছার মোড়কে আরও নিবিড় করতে বড় উদ্যোগ নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটা পুর এলাকার প্রায় ১২ হাজার পরিবারের কাছে মিষ্টির প্যাকেট ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছেন মন্ত্রী। শনিবার থেকে শুরু হয়েছে তাঁর এই অভিনব কর্মসূচি, যা চলবে টানা তিন দিন।

সূত্রের খবর, দশমীর পর থেকেই এই বিপুল সংখ্যক প্যাকেট প্রস্তুত করার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। মন্ত্রী তাঁর দলের কর্মীদের সহায়তায় এই বিশাল জনসংযোগের কাজ শুরু করেছেন।

এই মহা সমারোহে সামিল হতে পেরে মন্ত্রী উদয়ন গুহ নিজে উচ্ছ্বসিত। তিনি বলেন, “শহরের প্রতিটা বাড়িতেই বিজয়ার শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে। সঙ্গে যাচ্ছে মিষ্টির প্যাকেট। আমি উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমাদের দলের কর্মীরাই নিজেদের উদ্যোগে এই গুরুদায়িত্ব নিয়েছেন।”

দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরীও এই উদ্যোগের শরিক। তিনি নিশ্চিত করেছেন, মন্ত্রীর পক্ষ থেকে এই তিন দিনের মধ্যেই ১২ হাজার বাড়িতে লাড্ডুর প্যাকেট ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হবে। তৃণমূল কর্মীরা ইতিমধ্যেই বাড়ি বাড়ি যাওয়া শুরু করে দিয়েছেন।

তবে এই কর্মসূচির নেপথ্যে রয়েছে অন্য একটি রাজনৈতিক প্রেক্ষাপট। তথ্য বলছে, ভোটের ফলাফলে দিনহাটা শহর তাঁকে কোনোদিনই বিশেষ এগিয়ে রাখেনি; উল্টে বিরূপ ফলই দেখা গিয়েছে। সাম্প্রতিককালে একাধিক প্রকাশ্য সভাতে মন্ত্রীকে শহরের এই ‘অনগ্রসর’ ফল নিয়ে আক্ষেপও করতে দেখা গিয়েছে।

এমতাবস্থায়, সামনেই যখন বিধানসভা ভোট, তার আগে মন্ত্রীর এই বিপুল জনসংযোগের উদ্যোগ ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। বিজয়ার মিষ্টি কি ভোটের বৈতরণী পার করতে সহায়ক হবে—এখন সেটাই দেখার!