কোটি কোটি টাকা পড়ে আছে ব্যাঙ্কে! নির্মলা সীতারামনের ঘোষণায় শুরু নয়া উদ্যোগ, কীভাবে নিজের টাকা ফেরত পাবেন?

দেশের বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক সংস্থায় পড়ে রয়েছে বিশাল অঙ্কের টাকা, যার কোনো দাবিদার নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি জানিয়েছেন, ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিতে মোট ১.৮৪ লক্ষ কোটি টাকা অলস (ডরম্যান্ট) অবস্থায় পড়ে আছে। জনগণের কষ্টার্জিত এই অর্থ তাদের কাছে ফিরিয়ে দিতেই এবার বড়সড় উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার।

গান্ধীনগর থেকে অর্থমন্ত্রী ‘আপকি পুঞ্জি, আপকা অধিকার’ (Your Money, Your Right) নামে এক নতুন অভিযান শুরু করেছেন। এই অভিযান চলবে টানা তিন মাস ধরে। এর মূল লক্ষ্য হলো—দাবিহীন ডিপোজিট, ইন্স্যুরেন্স প্রসিড, ডিভিডেন্ড, মিউচুয়াল ফান্ড ব্যালেন্স এবং পেনশনের মতো খাতে পড়ে থাকা অর্থ তার প্রকৃত মালিকদের কাছে পৌঁছে দেওয়া।

অর্থমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই বিপুল পরিমাণ অর্থ সম্পূর্ণ সুরক্ষিত আছে। তিনি বলেন, “এটা শুধুমাত্র কাগজের একটা নথি নয়। এটা সাধারণ মানুষের কষ্টার্জিত জমা অর্থ, যা তাদের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক সুরক্ষা দিতে পারে।”

কেন্দ্রের এই অভিযানের মাধ্যমে নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করা হবে, যাতে তারা জানতে পারেন কীভাবে ডরম্যান্ট ডিপোজিট বা ইন্স্যুরেন্স প্রসিডের টাকা পুনরুদ্ধার করতে হয়। এই টাকা ডিজিটাল মাধ্যমে কীভাবে দাবি (Claim) করা যাবে, সেই প্রক্রিয়াটিও সহজ করে তুলে ধরা হবে।

অর্থমন্ত্রী আরও নিশ্চিত করেছেন যে, সমস্ত সরকারি, বেসরকারি ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং আইইপিএফ (IEPF)-এ এই অর্থ জমা আছে এবং সরকার বর্তমানে একজন ‘কাস্টডিয়ান’ বা তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করছে। তিনি জনগণকে অনুরোধ করেছেন, সঠিক নথি নিয়ে এলেই এই সুরক্ষিত টাকা তাদের কাছে ফেরত দেওয়া হবে।