ইলন মাস্কের নতুন বোমা!-এবার উইকিপিডিয়ার বিকল্প আনছেন ‘গ্রকিপিডিয়া’ নামে, কেন এত ক্ষুব্ধ মাস্ক?

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কোম্পানি এক্সএআই (xAI)-এর প্রধান ইলন মাস্ক (Elon Musk) এবার একটি নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছেন। তিনি ‘গ্রকিপিডিয়া’ (Grokipedia) নামে একটি নতুন ওপেন সোর্স ডিজিটাল বিশ্বকোষ (Encyclopaedia) তৈরির ঘোষণা করেছেন, যা সরাসরি জনপ্রিয় প্ল্যাটফর্ম উইকিপিডিয়ার (Wikipedia) বিকল্প হবে।

দীর্ঘদিন ধরেই মাস্ক উইকিপিডিয়াকে ‘বামপন্থী পক্ষপাতদুষ্ট’ বলে কঠোর সমালোচনা করে আসছেন। এবার তিনি তার কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রক (Grok)-এর নামে একটি এমন জ্ঞানভাণ্ডার তৈরি করতে চাইছেন, যা হবে উইকিপিডিয়ার তুলনায় অনেক বেশি উন্নত ও নিরপেক্ষ।

মাস্কের চ্যালেঞ্জ: ‘উইকিপিডিয়ার চেয়ে অনেক ভালো’

মঙ্গলবার এক্স (পূর্বে টুইটার)-এ দেওয়া একটি পোস্টে মাস্ক তার এই পরিকল্পনার কথা জানান। তিনি লেখেন:

“এক্সএআই-য়ে যোগ দিন এবং গ্রকিপিডিয়া তৈরিতে সাহায্য করুন। এটি হবে উইকিপিডিয়ার চেয়ে অনেক ভালো একটি ওপেন সোর্স জ্ঞানভাণ্ডার। সবাই ব্যবহার করতে পারবে, কোনো সীমাবদ্ধতা থাকবে না।”

মার্কিন সংবাদ প্রকাশনা ‘নিউ ইয়র্ক পোস্ট’ জানিয়েছে, উইকিপিডিয়াকে আক্রমণ করা মাস্কের জন্য নতুন কিছু নয়। ২০২৩ সালে তিনি সাইটটিকে একশ কোটি ডলারের বিনিময়ে কিনে নেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। গত বছর ‘ডনাল্ড ট্রাম্প অ্যান্ড ফ্যাসিজম’ নামে একটি পেইজ তৈরি হওয়ার পর তিনি উইকিপিডিয়াকে ‘অচল’ বলেও সমালোচনা করেন।

সহ-প্রতিষ্ঠাতার অভিযোগে আরও বিতর্ক

মাস্কের এই ঘোষণার মাত্র কিছুদিন আগেই উইকিপিডিয়া নতুন করে বিতর্কের মুখে পড়েছে। প্ল্যাটফর্মটির সহ-প্রতিষ্ঠাতা ল্যারি স্যাঙ্গার (Larry Sanger) দীর্ঘদিন ধরেই উইকিপিডিয়াকে ‘প্রচারণার মাধ্যম’ বলে আসছেন। এই সপ্তাহে টাকার কার্লসনের এক পডকাস্টে অংশ নিয়ে তিনি আরও গুরুতর অভিযোগ তোলেন।

স্যাঙ্গার ২০০২ সালে উইকিপিডিয়া ছেড়ে দেন। তার অভিযোগ, প্ল্যাটফর্মটি রক্ষণশীল ও লিবার্টারিয়ানদের টার্গেট করে সেন্সরশিপ চালাচ্ছে। তিনি বলেন:

“এখানে কয়েকশত অ্যাডমিনিস্ট্রেটরের একটি গ্রুপ আছে, যারা ক্রমাগত এমন মানুষদের ব্লক করছে যাদের সঙ্গে তাদের মতাদর্শিক অমিল রয়েছে।”

স্যাঙ্গার উদাহরণ হিসেবে সাবেক ইথেরিয়াম প্রোগ্রামার ভার্জিল গ্রিফিথ-এর নামও উল্লেখ করেছেন, যিনি উত্তর কোরিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার ষড়যন্ত্রের অভিযোগে এখন কারাগারে আছেন। গ্রিফিথ ‘উইকি স্ক্যানার’ নামের একটি টুল তৈরি করেছিলেন, যা সামনে এনেছিল যে ২০০০-এর দশকের শুরুতে সিআইএ-এর কম্পিউটার ব্যবহার করে উইকিপিডিয়ার পেইজে পরিবর্তন আনা হয়েছিল।

মাস্কের এই নতুন ‘গ্রকিপিডিয়া’ প্ল্যাটফর্মটি তথ্য জগতে উইকিপিডিয়ার আধিপত্য কতটা ভাঙতে পারে এবং এটি সত্যিই ‘পক্ষপাতমুক্ত’ হতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।