‘অনুপ্রবেশকারীরা’ বাদ! বিহারের ভোটার তালিকা প্রকাশ ঘিরে চিরাগ-নিতিন-রবিশঙ্করের হুঙ্কার, ধাক্কা খাবেন রাহুল-তেজস্বী?

ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশে সিজনাল ইনডেক্স রেজিস্ট্রেশন (SIR) প্রক্রিয়ার পর আজ বিহার বিধানসভা নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপকে কেন্দ্র করে শাসক ও বিরোধী উভয় শিবিরেই জোরদার রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান এই বিষয়ে মন্তব্য করেছেন, “রিপোর্ট আসার পর বিরোধীরা কতটা রাজনীতি করে, সেটাই দেখার বিষয় হবে। বারবার আমরা বলছি—এর সঙ্গে কেন্দ্র সরকারের কী সম্পর্ক? ভালো হলে নির্বাচন কমিশনের কৃতিত্ব, আর অভিযোগ উঠলে তাও তাদেরই। রিপোর্ট আসার পর দেখা যাক কী থাকে।”
বিহার সরকারের মন্ত্রী নীতিন নবীন এই প্রসঙ্গে দৃঢ়তার সঙ্গে বলেন, “আজ অনেকের রাজনৈতিক ইস্যু শেষ হয়ে যাবে। যারা ভোটের চুরি নিয়ে অভিযোগ তুলে রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা করেছেন, যারা সবসময় বন্দুকের নলে ভোট লুঠ করেছেন, আজ তাদের পায়ের তলার মাটি সরে যাবে।” তিনি যোগ করেন, “আজ (ভোটার তালিকা) প্রকাশিত হলে নিশ্চিতভাবে দেখা যাবে যে অনুপ্রবেশকারীদের এই পুরো প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছে। বিহারের নাগরিকদের কোনো অসুবিধা হবে না। আজ রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব খুব বড় ধাক্কা খেতে চলেছেন।”
বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ জোর দিয়ে বলেন, “ভারতের নির্বাচন আইনে নির্বাচন কমিশনকে ভোটার তালিকা সংশোধনের অধিকার দেওয়া হয়েছে। প্রতি নির্বাচনের আগেই এই সংশোধন হয়। আজ চূড়ান্ত তালিকা আসছে।”
বিজেপি সাংসদ প্রবীণ খন্ডেলওয়ালও SIR-এর পর ভোটার তালিকা প্রকাশ নিয়ে নির্বাচন কমিশনের কাজের প্রশংসা করেছেন। তিনি বলেন, “SIR নিয়ে নির্বাচন কমিশন অনেক পরিশ্রম করেছে। এমন সব ব্যক্তিদের অবশ্যই ভোটার তালিকা থেকে সরানো হয়েছে, যারা ভোটার হওয়ার যোগ্য নন। বিহারে নির্বাচন সুষ্ঠুভাবে হবে, এতে কোনো সন্দেহ নেই। নির্বাচন কমিশন তার অধিকার ক্ষেত্রে থেকেই সমস্ত কাজ করেছে।”