ভয়ঙ্কর দুর্ঘটনা বিহারে! জাতীয় সড়কে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে চালক-সহ একই পরিবারের ৩ জনের মৃত্যু!

বিহারের রোহতাস জেলার তিলৌথু থানা এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোচালক-সহ তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। সোমবার একটি ট্রাক এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন অটোচালক চিতরঞ্জন যাদব (৩০), তাঁর ভাগ্নে আয়ুষ কুমার (১০) এবং ভাগ্নী সোনাঙ্কি কুমারী (৮)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চিতরঞ্জনের বোন সুনীতা দেবী, যাঁকে প্রাথমিক চিকিৎসার পর সাসারাম সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জানা গিয়েছে, চিতরঞ্জন যাদব তাঁর গ্রাম রেডিয়া (তিলৌথু থানা) থেকে ফিরছিলেন। দুর্ঘটনার পর ট্রাকচালক সঙ্গে সঙ্গে গাড়ি ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং পলাতক চালককে দ্রুত ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় রেডিয়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।