মানবিকতার চরম অবমাননা, ধর্ষণের চেষ্টার পর ICU-তে ৫ বছরের শিশু! অভিযুক্ত সৎ বাবা পুলিশের হেফাজতে।

মহারাষ্ট্রের আকোলায় এক মর্মান্তিক ঘটনায় সম্পর্কের পবিত্রতা কলঙ্কিত হয়েছে। সেখানে এক সৎ বাবা তার পাঁচ বছরের শিশুকন্যার ওপর পাশবিক অত্যাচার চালিয়েছে। ঘটনার সময় শিশুটির মা গরবা উৎসবে গিয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় নির্যাতিতা শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU)-এ রাখা হয়েছে। পুলিশ অভিযুক্ত সৎ বাবাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

রবিবার রাতে বর্বরতা

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আকোলা শহরের খাদান থানা এলাকায়। জানা গিয়েছে, রবিবার রাতে শিশুটির মা যখন গরবা অনুষ্ঠানে গিয়েছিলেন, তখন তিনি তার পাঁচ বছরের মেয়ে ও ছেলেকে সৎ বাবার কাছে রেখে যান। রাত প্রায় সাড়ে দশটা নাগাদ অভিযুক্ত বাবা তার মাসুম শিশুকন্যার ওপর ধর্ষণের চেষ্টা করে।

মা বাড়ি ফিরে দেখেন, তার মেয়ে ব্যথায় কাতরাচ্ছে। শিশুটি কাঁদতে কাঁদতে তার মাকে পুরো ঘটনা খুলে বলে। এরপরই ওই মহিলা দ্রুত তার মেয়েকে চিকিৎসার জন্য আকোলা সরকারি হাসপাতালে ভর্তি করান।

ঘটনার খবর পেয়ে খাদান থানার পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায়। পুলিশ অভিযুক্ত বাবাকে সঙ্গে সঙ্গে হেফাজতে নেয় এবং তার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।