ভোটার তালিকা প্রকাশের আগেই চড়ল পারদ! ‘বিহারকে ৫০ বছর পিছনে নিয়ে যাবেন?’ তেজস্বীকে কড়া আক্রমণ চিরাগ পাসোয়ানের!

ভোটার তালিকা প্রকাশের আগেই বিহারের রাজনীতিতে পারদ চড়ল! স্পেশাল সামারি রিভিশন (SIR)-এর কাজ শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকা আজ প্রকাশিত হতে চলেছে। এই আবহে কেন্দ্রীয় মন্ত্রী ও এলজেপি নেতা চিরাগ পাসোয়ান বিরোধী শিবিরকে নিশানা করলেন।
পাটনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চিরাগ পাসোয়ান প্রথমে SIR প্রসঙ্গে বলেন, “এতে কেন্দ্রীয় সরকারের কী করার আছে? এটা নির্বাচন কমিশনের কাজ। বিরোধীরা সবসময়ই এই নিয়ে রাজনীতি করে এসেছে। তালিকা প্রকাশের পর দেখা যাক তারা আর কতটা রাজনীতি করে।”
‘বিহারকে ৫০ বছর পিছনে নিয়ে যাবেন?’
পাটনা বিমানবন্দরে বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে সরাসরি আক্রমণ করে চিরাগ পাসোয়ান বলেন, “যুবকদের জাত-ধর্মের নামে ভাগ করবেন! আপনারা কি বিহারকে ৫০ বছর পিছনে নিয়ে যাবেন?” দলিত, ওবিসি এবং ইবিসি ভোটের রাজনীতি করার অভিযোগ প্রসঙ্গে তিনি তেজস্বীকে কটাক্ষ করে বলেন, “ইবিসি, ওবিসি এবং দলিত—এই ধরনের চিন্তাভাবনা বিরোধী দলনেতার। আমি আজ পর্যন্ত কখনও এমন কিছু ভাবিনি, আমার কাছে সবাই শুধুই বিহারি।”
‘বিপক্ষ ঘাবড়ে গেছে’
অন্যদিকে, প্রশান্ত কিশোরের অভিযোগ প্রসঙ্গে চিরাগ বলেন, অভিযোগকারী নেতা নিজেই নিজের অভিযোগের জবাব দিতে সক্ষম। অনেকেই ইতিমধ্যে মানহানির মামলাও করেছেন। তিনি আরও বলেন, বিরোধীরা অভিযোগ করতে থাকুক, আর তার জবাব দেওয়া হতে থাকবে। তিনি মনে করিয়ে দেন, “দিল্লিতেও প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন, কিন্তু তাতে কিছুই হয়নি।”
তেজস্বী যাদবের সরকারি আধিকারিকদের নিয়ে মন্তব্য এবং বিভিন্ন প্রকল্প নিয়ে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা প্রসঙ্গে চিরাগ পাসোয়ান বলেন, “বিপক্ষ ঘাবড়ে গেছে।” তাঁর যুক্তি, সরকারের এত কাজের পরে বিরোধীদের বলার মতো কিছু নেই।