ইউনেস্কো স্বীকৃত উৎসবেও ‘ষড়যন্ত্র’! সজল ঘোষের পুজো বন্ধের আশঙ্কা নিয়ে অর্জুন সিংয়ের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি!

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। সেই উৎসবের অন্যতম কেন্দ্রবিন্দু কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এ বছর শুরু হওয়ার আগেই বিতর্কের আগুনে জ্বলছে। পুজো মণ্ডপে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিয়ে অভিযোগ ওঠার পর এবার এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে রাজ্য-রাজনীতিতে ঝড় তুললেন বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)।

কেন বাড়ছে বিতর্ক?
গত কয়েক দিন ধরে অভিযোগ উঠেছে, ক্লাব কর্তৃপক্ষ মণ্ডপ এমনভাবে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছেন যে সাধারণ দর্শনার্থীরা ভিতরে প্রবেশ করতে পারছেন না। পুজো দেখতে আসা অনেক মানুষই অভিযোগ করেছেন, মণ্ডপে প্রবেশাধিকার শুধুমাত্র বিশেষ অনুমতিপ্রাপ্ত বা আমন্ত্রিত ব্যক্তিদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

এই পরিস্থিতিতে ক্লাবের অন্যতম কর্তা সজল ঘোষ প্রকাশ্যে এসে হতাশা প্রকাশ করে দাবি করেন,

“এই ভাবে যদি চলতে থাকে, তাহলে আগামী দিনে পুজো করা আমাদের পক্ষে আর সম্ভব হবে না। আমরা সবসময়ই চেয়েছি সাধারণ মানুষ যেন পুজো উপভোগ করতে পারে।”

অর্জুন সিংয়ের বিস্ফোরক হুঁশিয়ারি
সজল ঘোষের এই মন্তব্যের পরই রাজনৈতিক স্তরে প্রতিক্রিয়া এল বিজেপি নেতা অর্জুন সিংয়ের তরফে। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন:

“সজলের পুজো বন্ধ হলে বাংলায় আগুন জ্বলবে। এটা শুধু একটা ক্লাবের পুজো নয়, এটা বাংলার সংস্কৃতির প্রতীক। সেখানে বাধা মানে সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত। মানুষ সেটা কখনও মেনে নেবে না।”

অর্জুন সিং আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের প্রশ্রয়ে কিছু শক্তি বাংলার সনাতন সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছে। তিনি এই পুজো বন্ধ করার চেষ্টাকে ‘পরিকল্পিত আক্রমণ’ হিসেবে অভিহিত করেন।

যেখানে দুর্গাপূজা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে, সেখানে এমন ধরনের ঘটনা রাজ্যের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাজনৈতিক মহলের একাংশ। এই বিতর্ককে ঘিরে আগামী দিনে রাজ্য-রাজনীতির পারদ আরও চড়বে বলেই মনে করা হচ্ছে।