সন্তোষ মিত্র স্কোয়ারে বড় ষড়যন্ত্র? রাতারাতি পুলিশ সরিয়ে দেওয়ার পিছনে কোন কারণ, জল্পনা তুঙ্গে!

উদ্বোধনের পর থেকেই রেকর্ড ভিড়। এরই মাঝে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এল কলকাতার বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল। আচমকাই এই ভিভিআইপি প্যান্ডেল চত্বর থেকে পুলিশের সম্পূর্ণ বাহিনী গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে মানুষের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ।
জানা গিয়েছে, রাতারাতি এই হাই-প্রোফাইল মণ্ডপ থেকে কর্তব্যরত পুলিশকর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। এই প্যান্ডেলটির নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসন পূর্বে খুবই চিন্তিত ছিল বলে দাবি করা হলেও, হঠাৎ করে পুলিশ কেন সরে গেল, তা নিয়েই তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা।
পুজো কমিটির প্রধান সজল ঘোষ এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর দাবি, যেখানে রাজ্যের পুলিশ প্রশাসন নিজেই এত বড় ভিড় সামলানো নিয়ে আশঙ্কা প্রকাশ করছিল, সেখানে কোনো কারণ ছাড়াই পুলিশের উধাও হয়ে যাওয়া মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।
এই মণ্ডপটি সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে উদ্বোধন হওয়ায় এটি এমনিতেই রাজ্য রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে।
ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও, এই আকস্মিক অপসারণ সেই সব পরিকল্পনাকে কার্যত প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
পুলিশের এই আচমকা অনুপস্থিতির পিছনে কোনও রাজনৈতিক চাপ বা ষড়যন্ত্র রয়েছে কি না, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে শহরে। পুজো শুরুর মুখে এত বড় একটি জনবহুল মণ্ডপে নিরাপত্তা শূন্যতা তৈরি হওয়ায় চিন্তিত সাধারণ দর্শনার্থীরাও।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।