কলকাতা হাইকোর্টে ফের রদবদল! কে হচ্ছেন নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি?

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম অবসর নেওয়ার পর থেকেই আদালতের শীর্ষ পদে একাধিকবার রদবদল লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি, প্রধান বিচারপতির শূন্য পদে অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি সৌমেন সেন। তবে, আদালত সূত্রে খবর, এবার তিনিও এই পদে বেশিদিন থাকছেন না। খুব শীঘ্রই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির চেয়ারে বসতে চলেছেন অন্য একজন।
কে হচ্ছেন নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি?
সূত্রের খবর অনুযায়ী, এবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন বিচারপতি সুজয় সেন।
তবে বিচারপতি সুজয় সেনের এই দায়িত্বও অস্থায়ী বলেই জানা গিয়েছে। কারণ, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন অন্য রাজ্যের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন। সেই কারণেই দ্রুত এই রদবদল করা হচ্ছে। শীর্ষ আদালতের এই রদবদল আদালতের পরবর্তী গতিপ্রকৃতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।