হাসপাতালে ভর্তি হলেও বাঁচানো গেল না প্রাণ, ১০ তলা থেকে ঝাঁপ দিলেন মানসিক ভারসাম্যহীন যুবক

পুণের সাসুন জেনারেল হাসপাতালের নতুন ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে ২৫ বছর বয়সী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে, যখন যুবকটি হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন ছিলেন।
পুণে রেলওয়ে পুলিশ গত ৫ সেপ্টেম্বর ট্রেন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করেছিল। তার ডান পায়ে গুরুতর চোট ছিল এবং সেই আঘাতের জন্য তার অস্ত্রোপচার ও চিকিৎসা চলছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী অসহযোগিতা করছিলেন এবং তার আচরণ ছিল আক্রমণাত্মক। এমনকি তিনি বেশ কয়েকবার চিকিৎসক ও নার্সদের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। সাসুন জেনারেল হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. ইয়েল্লাপা যাদব জানান, যুবকটি চিকিৎসার নির্দেশ মানছিলেন না।
বৃহস্পতিবার সকালে নার্সরা তাকে ওষুধ দিতে গেলে দেখেন তিনি ওয়ার্ডে নেই। পরে হাসপাতালের পিছন থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
বুন্দ গার্ডেন পুলিশের সিনিয়র ইন্সপেক্টর সন্তোষ পানধারে জানান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তার বাড়ি সোলাপুরে। এই ঘটনায় একটি আকস্মিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, সাসুন জেনারেল হাসপাতালে মানসিক ভারসাম্যহীন রোগীদের তত্ত্বাবধান নিয়েও প্রশ্ন উঠেছে।