বিকট শব্দে টায়ার ফাটল, সামনে যেতে পারেনি কেউ! দুটি লরিতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, ঘটনাস্থলে দমকল ও পুলিশ

মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে চলন্ত দুটি লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে এক চালকের। এই ঘটনায় গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন অপর এক লরি চালক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটার পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর বিকট শব্দে টায়ার ফেটে যাওয়ায় স্থানীয়রা কেউ সামনে যেতে পারেননি। খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীরা দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে গাড়ি থেকে নামতে না-পারায় এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়। অপর গাড়ির চালক গুরুতর জখম হয়েছেন। পণ্যবাহী দু’টি গাড়িই কার্যত সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।
পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একটি গাড়ির ইলেকট্রিক ওয়্যারিং থেকেই আগুন লাগে। সেই আগুন ছড়ায় অপর গাড়িতে।” মৃত ও জখম দুই চালকের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
আগুনের ঘটনাটি পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় ঘটায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছিল। স্থানীয় বিধায়ক বাইরন বিশ্বাস দ্রুত দমকল-সহ সব দফতরে খবর দেন। দ্রুত দমকল আসার কারণে বড় কোনও অঘটন থেকে আপাতত রেহাই মিলেছে। সম্প্রতি সাগরদিঘিতে চলন্ত বাসে আগুন লাগার ঘটনার পর এবার দুটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিক কারণেই চাঞ্চল্য আরও বেড়েছে।