সিম-ছাড়া নতুন ফোন উদ্ধার UPI-এর জাদুতে! সততা দেখিয়ে ১ টাকা পাঠিয়ে ফোন ফেরালেন রিকশাচালক

সিম-ছাড়া নতুন ফোন উদ্ধার UPI-এর জাদুতে! সততা দেখিয়ে ১ টাকা পাঠিয়ে ফোন ফেরালেন রিকশাচালক

বর্তমানে দেশের খুচরো কেনাকাটার এক বড় ভরসা UPI (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস)। তবে এবার টাকা লেনদেনের গণ্ডি পেরিয়ে UPI যে এক অন্য কাজে লেগেছে, তারই এক চমকপ্রদ ঘটনা প্রকাশ্যে এসেছে। সম্প্রতি এক ব্যক্তি সমাজ মাধ্যমে এই ঘটনাটিকে ‘ইউপিআই মিরাকল’ বলে আখ্যা দিয়েছেন।

ওই ব্যক্তি জানান, প্রযুক্তি এবং একজন দয়ালু মানুষের সহায়তায় তাঁর স্ত্রী সদ্য কেনা মোবাইল ফোনটি হারিয়েও ফিরে পেয়েছেন। ঘটনাটি ঘটেছিল যখন তাঁরা ব্যাটারি চালিত রিকশায় বাড়ি ফিরছিলেন। নির্দিষ্ট স্থানে ভাড়া মিটিয়ে রিকশা থেকে নামার পরই তাঁর স্ত্রীর খেয়াল হয়, নতুন ফোনটি হাতে নেই। ফোনে কোনও সিম কার্ড না থাকায় কল করে সেটির অবস্থান জানারও সুযোগ ছিল না। প্রথমে চুরি বা হারিয়ে যাওয়ার আশঙ্কা করলেও, তাঁদের মনে হয় ফোনটি হয়তো রিকশাতেই ফেলে এসেছেন।

তখনই স্বামীর মনে পড়ে যে তিনি UPI-এর মাধ্যমে রিকশার ভাড়া মিটিয়েছিলেন। তিনি দ্রুত ইউপিআই লেনদেনের ইতিহাস ঘেঁটে রিকশাচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু সেখানে চালকের শুধুমাত্র ইউপিআই আইডি ছাড়া আর কোনও তথ্য পাওয়া যায়নি।

হতাশ হয়ে যখন তাঁরা বাড়ির পথে পা বাড়িয়েছেন, ঠিক তখনই ওই ব্যক্তির ফোনে একটি বিস্ময়কর বার্তা আসে! দেখেন, তাঁকে কেউ ১ টাকা পাঠিয়েছেন এবং সাথে একটি ফোন নম্বর দিয়ে কল করতেও বলা হয়েছে।

ফোন করে বুঝতে পারেন, ইনি সেই রিকশাচালক। তিনি তাঁদের নির্দিষ্ট স্থানে অপেক্ষা করতে বলেন এবং নিজে এসে ফোনটি ফেরত দিয়ে যান। এই ঘটনায় মুগ্ধ হয়ে ওই ব্যক্তি চালককে কিছু টাকা বখশিশ দেন। এই বিরল ঘটনা সামনে আসতেই সকলেই একযোগে UPI ব্যবস্থা এবং ওই রিকশাচালকের সততাকে কুর্ণিশ জানিয়েছেন। প্রযুক্তির কারণে যোগাযোগ স্থাপন সম্ভব হলেও, চালকের সততা না থাকলে এই ‘মিরাকল’ কখনওই সম্ভব হত না।