পুজোর আগেই ভয়ঙ্কর আবহাওয়ার পূর্বাভাস! আজই নিম্নচাপ, নবমীর রাত থেকে ভাসতে পারে বাংলা?

মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি আজ, বৃহস্পতিবারই নিম্নচাপের চেহারা নিতে চলেছে। আর এর সরাসরি প্রভাব পড়তে চলেছে দুর্গাপূজার প্রথম দিনগুলিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপের প্রভাবে শনিবার, অর্থাৎ পঞ্চমীর দিন থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে।
বিশেষত, উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়া, পশ্চিমের জেলা বাঁকুড়াতেও ভারী বর্ষণ হতে পারে। ফলে, পঞ্চমীর দিন মণ্ডপে মণ্ডপে ঘোরা নিয়ে উদ্বেগে পড়তে পারেন উৎসবপ্রেমীরা।
তবে দুশ্চিন্তা এখানেই শেষ নয়। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঠিক অষ্টমীর দিনে বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে! এই দ্বিতীয় ঘূর্ণাবর্তের ফলেই আশঙ্কা বাড়ছে। পূর্বাভাস অনুযায়ী, নবমীর রাত থেকে শুরু করে দশমী পর্যন্ত বাংলা কি ভাসবে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
আগামী পাঁচ থেকে সাত দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। সব মিলিয়ে, উৎসবের আবহে মণ্ডপ-হপিংয়ের পরিকল্পনা করার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে রাখা বুদ্ধিমানের কাজ হবে।