“কুড়িতে উদ্বোধন করেছিলেন মোদী, এবার খোদ আসছেন শাহ”-BJP-র দুর্গাপুজোয় মহাধুম

দুর্গাপুজোর চতুর্থীর দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা আগমন ঘিরে রাজনৈতিক মহলে উত্তাপ তুঙ্গে। জানা গেছে, তিনি শহরের ৩টি পুজো মণ্ডপের উদ্বোধন করবেন। তবে একটি পুজো মণ্ডপের উদ্বোধন বাতিল হয়েছে বলে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে কলকাতা পৌঁছবেন অমিত শাহ। এরপর রাতে তিনি রাজারহাটের একটি বেসরকারি হোটেলে থাকবেন। পরদিন অর্থাৎ শুক্রবার সকাল থেকে তার ঠাসা কর্মসূচি রয়েছে:

সেবক সঙ্ঘ, লেক অ্যাভিনিউ: সকাল ১১টা ২০ মিনিটে এই পুজো মণ্ডপে প্রথম উদ্বোধন করবেন তিনি।

সন্তোষ মিত্র স্কোয়্যার, লেবুতলা পার্ক: এখান থেকে সরাসরি তিনি যাবেন সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোয়। এই পুজোর ‘অপারেশন সিঁদুর’ থিম ইতিমধ্যেই চমক এনেছে।

EZCC, সল্টলেক: বিকেলে তিনি সল্টলেকের EZCC পুজো মণ্ডপের উদ্বোধন করবেন। এই পুজোটি ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’ দ্বারা আয়োজিত হলেও, এটি বরাবরই বিজেপির নিজস্ব দুর্গাপুজো হিসেবে পরিচিত।

EZCC পুজো কেন গুরুত্বপূর্ণ?

২০২০ সালে প্রথমবার রাজ্য বিজেপির কালচারাল সেল এই দুর্গাপূজার আয়োজন করে। সে বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছিলেন। কিন্তু ২০২২ সালের পর থেকে হঠাৎই এই পুজো বন্ধ হয়ে যায়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবারও EZCC-তে এই পুজোর বিরাট আয়োজন করা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, অমিত শাহকে দিয়ে এই পুজোর উদ্বোধন করানো তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বিজেপি বাংলার সংস্কৃতির সঙ্গে নিজেদের একাত্মতা প্রমাণ করতে চাইছে।

তৃণমূলের কটাক্ষ, বিজেপির পাল্টা জবাব

অমিত শাহের শহরে আসার আগেই তার পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন, ভিড় হবে না এমন গোয়েন্দা রিপোর্টের কারণে দক্ষিণ কলকাতায় অমিত শাহের একটি পুজো উদ্বোধন বাতিল করা হয়েছে। কুণালের দাবি, এর মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, বিজেপির আদি নেতাদের কোনো পুজো নেই এবং তাদের এই পুজো পর্যটনের কোনো রাজনৈতিক প্রভাব নেই।

তবে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কুণাল ঘোষের এই দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, অমিত শাহের সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না এবং নির্ধারিত ৩টি পুজোই তিনি উদ্বোধন করবেন। ফলে এখন সবার নজর, শুক্রবার অমিত শাহের কর্মসূচি অনুযায়ী তিনি কোন কোন মণ্ডপ উদ্বোধন করেন।

Editor001
  • Editor001