ভারত-পাকিস্তান ম্যাচে ফের উত্তেজনা, অশ্বিনের আগুনে মন্তব্য, ‘সূর্য করমর্দন না করায় অভিযোগ কেন

এবারের এশিয়া কাপে ভারতের কাছে হারের পর থেকেই পাকিস্তান দলের আচরণে ক্ষুব্ধ ভারতীয় দলের প্রাক্তন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) লাগাতার অভিযোগের জবাবে নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ সরাসরি পাকিস্তানের সমালোচনা করেছেন তিনি।
নাটক নিয়ে অশ্বিনের ক্ষোভ
অশ্বিন বলেন, “অ্যান্ডি পাইক্রফট সবাইকে বাজে দৃশ্য থেকে রক্ষা করেছেন। ভারত আগেই ম্যাচ রেফারিকে জানিয়েছিল যে তারা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করবে না। এটা আমাদের সিদ্ধান্ত, আমরা সেই অনুযায়ী চলব।” এরপর তিনি পাকিস্তানকে কটাক্ষ করে বলেন, “এত কিছুর পর তোমরা ম্যাচ হেরে গেলে। তাহলে তোমরা কী নিয়ে অভিযোগ করছো?”
করমর্দন বিতর্ক প্রসঙ্গে অশ্বিন বলেছেন, পাইক্রফটের এতে কোনো দোষ নেই। তিনি কোনো স্কুলের শিক্ষক বা অধ্যক্ষ নন যে কাউকে গিয়ে করমর্দন করতে বলবেন। “আমি যদি অ্যান্ডি পাইক্রফট হতাম, তাহলে তোমরা আমার কাছে ক্ষমা চাইতে। আমি কেন তোমাদের কাছে ক্ষমা চাইব?” – এমন মন্তব্য করে তিনি পিসিবি-এর দাবিকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করেছেন।
আইসিসির কড়া অবস্থান
ভারতের কাছে হারের পর পিসিবি দাবি করেছিল, ম্যাচ রেফারি পাইক্রফটকে সরিয়ে দিতে হবে। কিন্তু আইসিসি এই দাবি মানতে রাজি হয়নি। এমনকি, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ বয়কট করার হুঁশিয়ারি দিলেও মোটা অঙ্কের জরিমানার ভয়ে পাকিস্তান শেষ পর্যন্ত মাঠে নামতে বাধ্য হয়। রবিবার ফের ভারত-পাকিস্তান ম্যাচেও দায়িত্বে থাকছেন পাইক্রফট, যা আইসিসি-এর কড়া বার্তা হিসেবেই ধরা হচ্ছে।