অসম্পূর্ণ মণ্ডপে পুজো উদ্বোধন কেন, মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন শুভেন্দুর, বিতর্ক ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি

মহালয়ার আগেই দুর্গাপূজার উদ্বোধন শুরু করায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন। এই ধরনের কাজকে তিনি “হিন্দু ধর্ম ও রীতি-নীতির ওপর সরাসরি আঘাত” বলে মন্তব্য করেছেন।
শুভেন্দুর কটাক্ষ ও তৃণমূলের পাল্টা জবাব
শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী দুর্গাপূজাকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করতে চাইছেন এবং অসম্পূর্ণ মণ্ডপের উদ্বোধন করে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করছেন। তাঁর এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “হিন্দু ধর্মের বিষয়ে আমরা শুভেন্দুদের অনেক কিছু শিখিয়ে দেব।”
কুণাল ঘোষ যুক্তি দেন যে মুখ্যমন্ত্রীকে তিন হাজারেরও বেশি পুজোর উদ্বোধন করতে হয়, তাই সময়ের অভাবে কিছু মণ্ডপের উদ্বোধন আগে শুরু করেছেন। এছাড়াও তিনি স্মরণ করিয়ে দেন যে, মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের অনুষ্ঠান পিতৃপক্ষেই হয়, দেবীপক্ষ শুরু হয় তার পর। তিনি আরও জানান, পুরুলিয়া এবং গড়পঞ্চকোটের মতো কিছু জায়গায় পঞ্জিকা মেনেই ১৬ দিন আগে পূজা শুরু হয়।
অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ব্যঙ্গ করে বলেন, “মমতার উপর ভরসা আছে বলেই তো দেবী দুর্গাকে মহাদেব মর্তে পাঠাচ্ছেন। মা দুর্গার এই জনপ্রিয়তা তৃণমূল দাবি করে তারাই করেছে। মমতাই ভগবান, আর ভগবানই মমতা। উনিই পঞ্জিকার উর্ধে।”
এই বিতর্ক রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, এবং মনে করা হচ্ছে আসন্ন দুর্গাপূজার দিনগুলোতেও এই নিয়ে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকবে।