অভিনয় ও শিক্ষায় উজ্জ্বল নক্ষত্র মোহনলাল, জেনে নিন সাউথ সুপারস্টারের শিক্ষাগত যোগ্যতা

অভিনয় জগতে একের পর এক মাইলস্টোন তৈরি করা অভিনেতা মোহনলাল এবার পেতে চলেছেন চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৩। ভারতের চলচ্চিত্র জগতে এটিই সবচেয়ে বড় সম্মান। স্বাভাবিকভাবেই এই পুরস্কার পাওয়ার পর তাঁকে নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা। তিনি শুধু অভিনয়ে নয়, শিক্ষাতেও সমানভাবে পারদর্শী ছিলেন। আসুন জেনে নিই তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে।

পুরো নাম মোহনলাল বিশ্বনাথন, তিনি শুধু একজন বিখ্যাত অভিনেতা নন, তিনি একজন সফল প্রযোজকও। প্রায় ৪০০ এর বেশি ছবিতে কাজ করা এই সুপারস্টার অভিনয় করেছেন মালয়ালম, তামিল, তেলেগু ও কন্নড় ছবিতে। তার নতুন ছবি ‘বৃষভ’ এই দীপাবলিতে মুক্তি পেতে চলেছে। তিনি তার শিক্ষাজীবনেও দারুণ উজ্জ্বল ছিলেন। মোহনলাল তিরুবনন্তপুরমের মহাত্মা গান্ধী কলেজ থেকে বি.কম (B.Com) ডিগ্রি লাভ করেন। শুধু তাই নয়, ২০১০ সালে তাকে শ্রী শঙ্করাচার্য সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিও প্রদান করা হয়।

স্কুল জীবন থেকেই তার অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। মাত্র ষষ্ঠ শ্রেণিতেই তিনি তার স্কুলের সেরা অভিনেতা নির্বাচিত হয়েছিলেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একাধিক পুরস্কার। এর মধ্যে রয়েছে পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং নয়টি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার। ভারত সরকার তাকে পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মানেও ভূষিত করেছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন।

Editor001
  • Editor001