৬০০ কিমি পথ পাড়ি দিয়েও মেলেনি প্রেম, প্রেমিকের হাতেই প্রাণ গেল প্রেমিকার!

রাজস্থানে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে খুন হয়েছেন এক মহিলা। অভিযোগ, তাঁরই প্রেমিক, যিনি একজন স্কুলশিক্ষক, তাঁকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছেন। ঝুনঝুনুর বাসিন্দা ৩৭ বছর বয়সী ওই মহিলা প্রায় ৬০০ কিলোমিটার গাড়ি চালিয়ে তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তাঁকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন, যার ফলস্বরূপ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরে তাঁরই গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, প্রায় এক দশক আগে স্বামীর থেকে আলাদা হয়ে যান মুকেশ কুমারী। গত বছর সোশ্যাল মিডিয়ায় তাঁর আলাপ হয় স্কুলশিক্ষক মানারামের সঙ্গে। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মুকেশ প্রায়ই ঝুনঝুনু থেকে বারমেরের মানারামের সঙ্গে দেখা করতে যেতেন। সম্প্রতি মুকেশ মানারামকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন, কারণ তাঁর বিবাহবিচ্ছেদের মামলা তখন আদালতে বিচারাধীন ছিল। পুলিশ মনে করছে, বিয়ের পরিকল্পনা দ্রুত রূপায়িত করার জন্য চাপ দেওয়ায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

গত ১০ সেপ্টেম্বর মুকেশ মানারামের গ্রামে পৌঁছে তাঁর পরিবারের সদস্যদের তাদের সম্পর্কের কথা জানান। এতে মানারাম ক্ষুব্ধ হয়ে পুলিশ ডাকেন। পরে মানারাম মুকেশকে আশ্বস্ত করে যে তারা বিষয়টি নিয়ে কথা বলবে। এরপর সন্ধ্যায় দু’জনে একসঙ্গে গাড়িতে বসে কথা বলার সময় মানারাম লোহার রড দিয়ে মুকেশের মাথায় আঘাত করে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ। পরে তাঁর দেহ গাড়ির ড্রাইভিং সিটে রেখে ধাক্কা দিয়ে গড়িয়ে ফেলেন, যাতে এটি দুর্ঘটনা বলে মনে হয়। পরদিন সকালে মানারাম তাঁর আইনজীবীর মাধ্যমে পুলিশকে এই বিষয়ে জানান। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।