পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি! জেনে নিন কোন দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া

দেবীপক্ষের শুরু থেকেই বঙ্গে বৃষ্টির দাপাদাপি। পরপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের কারণে এবারের পুজোয় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল অর্থাৎ রবিবার মহালয়া থেকেই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, বাদ যাবে না উত্তরবঙ্গও।
কেন হবে বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, সমুদ্রের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এখন পূর্ব বিহার ও তার সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যা রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শনিবার থেকেই এই বৃষ্টির সলতে পাকানো শুরু হয়েছে।
পুজোর দিনগুলো কেমন থাকবে?
মহালয়া (২১ সেপ্টেম্বর): সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২২ সেপ্টেম্বর: দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।
২৩ সেপ্টেম্বর: দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে, দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
২৪ ও ২৫ সেপ্টেম্বর: এই দুই দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে উত্তরবঙ্গে তুলনামূলকভাবে কম বৃষ্টি হবে।
আবহাওয়ার এই পূর্বাভাস মাথায় রেখে পুজোর নতুন পোশাকের পাশাপাশি বর্ষাতি এবং রেনকোটও সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।