বোনের মৃত্যুতে হন ট্রমার শিকার, দুর্ঘটনা প্রাণ কাড়ল দাদা জুবিনেরও

জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যু তাঁর অগণিত ভক্তকে শোকস্তব্ধ করেছে। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনা ২৩ বছর আগে তাঁর বোন জংকী বরঠাকুরের রহস্যময় মৃত্যুকে আবারও সামনে এনেছে। জুবিনের বোন জংকীও একটি কনসার্টে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। কাকতালীয়ভাবে, তাঁদের দুজনেরই মৃত্যু হয়েছে প্রায় একই দিনে, যার ফলে এই ঘটনা আরও বেশি রহস্যজনক মনে হচ্ছে।
২০০২ সালের জানুয়ারিতে একটি কনসার্টে যাওয়ার সময় তেজপুরের কাছে জুবিনের বোন জংকীর গাড়ি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় জংকী এবং তাঁর এক বন্ধু ঘটনাস্থলেই মারা যান। জানা গেছে, দুর্ঘটনার মাত্র কয়েক মিনিট আগে জুবিন নিজেই ওই গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে উঠেছিলেন, যার ফলে তিনি প্রাণে বেঁচে যান। বোনকে হারানোর গভীর শোক এবং নিজে বেঁচে যাওয়ার অপরাধবোধ জুবিনকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।
বোনকে হারানোর যন্ত্রণা ভুলতে তিনি মাদকাসক্ত হয়ে পড়েছিলেন বলে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। জুবিন ও জংকী দুজনেই মায়ের মতো অসাধারণ সংগীতশিল্পী ছিলেন। জংকী অসমীয়া সাংস্কৃতিক জগতে একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে বেশ সুনাম অর্জন করেছিলেন। জুবিন গর্গ ‘ইয়া আলি’ গানের মাধ্যমে খ্যাতি লাভ করেন এবং বলিউড ও টলিউডে বহু হিট গান উপহার দিয়েছেন। তাঁর অকাল প্রয়াণ সঙ্গীত জগতে এক গভীর শূন্যতা তৈরি করেছে, যা অনুরাগীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।