ফুচকা কম দেওয়ায় মাঝ রাস্তায় ধরনা! পুলিশের সামনে কেঁদে ভাসালেন মহিলা, তারপর যা ঘটল…

গুজরাটের ভদোদরার একটি ব্যস্ত রাস্তায় ঘটেছে এক অভিনব ঘটনা। এক মহিলা হঠাৎ করেই গাড়ির মাঝখানে বসে পড়েন, যার ফলে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশকে দেখেই ওই মহিলা কেঁদে ফেলেন। কেন তিনি এভাবে রাস্তায় বসে আছেন, সেই প্রশ্নের উত্তরে তিনি যা জানান, তা শুনে পুলিশ থেকে সাধারণ মানুষ সকলেই হতবাক হয়ে যান।
ওই মহিলা জানান, তিনি একটি ফুচকার দোকানে (স্থানীয় ভাষায় গোলগাপ্পা) ফুচকা খেতে এসেছিলেন। ২০ টাকায় ৬টি ফুচকা দেওয়ার কথা থাকলেও ফুচকাওয়ালা তাকে মাত্র ৪টি ফুচকা দেন। এতেই তিনি রেগে যান এবং অভিযোগ করেন যে, তাকে ইচ্ছে করে ঠকানো হয়েছে। তিনি পুলিশকে বলেন, যতক্ষণ না তাকে আরও ২টি ফুচকা দেওয়া হচ্ছে, ততক্ষণ তিনি রাস্তা থেকে উঠবেন না। কোনো আর্থিক ক্ষতিপূরণ নয়, তার শুধু ওই ২টি ফুচকা চাই।
মহিলার এই দাবি শুনে ওই ফুচকাওয়ালা আর কোনো ঝুঁকি নেননি। তিনি ২টির বদলে আরও ৪টি ফুচকা ওই মহিলাকে দেন। অতিরিক্ত ফুচকা হাতে পেয়েই মহিলার কান্না থেমে যায় এবং তিনি রাস্তা ছেড়ে উঠে পড়েন। দীর্ঘক্ষণ ধরে যানজটে আটকে থাকা স্থানীয় মানুষজন এবং গাড়ির চালকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।