রবিবার মহালয়া, যাত্রী চাপ সামলাতে কলকাতা মেট্রোর বড় সিদ্ধান্ত, কী জানাল কর্তৃপক্ষ?

আর হাতে গোনা কয়েকদিন পরেই দুর্গাপুজো। তার আগে আগামী রবিবার, ২১ সেপ্টেম্বর মহালয়া। ছুটির দিনে মহালয়া হওয়ায় কেনাকাটা ও তর্পণের জন্য শহরে অতিরিক্ত ভিড় থাকবে। বিশেষ করে দক্ষিণেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মহালয়ার দিন ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) অতিরিক্ত মেট্রো চালানোর ঘোষণা করা হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পুজো এবং মহালয়ার ভিড়ের কথা মাথায় রেখে ২১ সেপ্টেম্বর ব্লু লাইনে মোট ১৮২টি মেট্রো চলবে। সাধারণত রবিবার এই রুটে মাত্র ১৩০টি মেট্রো চলে। তাই এই অতিরিক্ত মেট্রো পরিষেবা যাত্রী চাপ কমাতে অনেকটাই সাহায্য করবে। আপ ও ডাউন মিলিয়ে মোট ৯১ জোড়া মেট্রো স্টেশন পর্যন্ত এই পরিষেবা দেবে। এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি যাত্রীরা।

মহালয়ার দিন রবিবার হলেও সপ্তাহের অন্যান্য দিনের মতোই সকাল ৬:৫০ ও ৬:৫৫ থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। পুণ্যার্থী এবং কেনাকাটা করতে আসা মানুষের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কলকাতা মেট্রোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই বিশেষ পরিষেবা মহালয়ার দিন যাত্রী চলাচলকে আরও সহজ ও মসৃণ করবে বলে আশা করা হচ্ছে।