কোটি কোটি টাকার প্রতারণার পর এবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ললিত মোদীর ভাই

কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় পলাতক ললিত মোদীর পর এবার তার ভাই সমীর মোদীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ইউরোপ থেকে বিজনেস ট্রিপ সেরে দিল্লি বিমানবন্দরে পা রাখতেই তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তার বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি করেছিল। এর পর গতকালই তাকে দিল্লি আদালতে পেশ করা হয় এবং আদালত একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি থানায় এক মহিলা এই অভিযোগ দায়ের করেন। ওই মহিলার দাবি, ২০১৯ সাল থেকে তিনি সমীর মোদীর সঙ্গে সম্পর্কে ছিলেন এবং সেই সময়েই তিনি ধর্ষণের শিকার হন। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং তাকে গ্রেফতার করে।

অন্যদিকে, সমীর মোদীর আইনজীবীর দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং সমীর মোদীকে ব্ল্যাকমেইল করার জন্যই এটি করা হয়েছে। তিনি জানান, গত চার বছর ধরে ওই মহিলা সমীর মোদীকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের চেষ্টা চালাচ্ছিলেন। আইনজীবী বলেন, সমীর মোদী নিজেই গত ৮ এবং ১৩ আগস্ট বিভিন্ন পুলিশ অফিসারের কাছে ওই মহিলার বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও টাকা আদায়ের অভিযোগ জানিয়েছিলেন এবং প্রমাণ হিসেবে হোয়াটসঅ্যাপ চ্যাটও জমা দিয়েছিলেন, যেখানে ওই মহিলা ৫০ কোটি টাকা দাবি করেছিলেন। এই অভিযোগের পরও পুলিশ কোনো তথ্য যাচাই না করেই সমীর মোদীকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন তার আইনজীবী।