১৮ বছরের নিচে টোটো চালালেই জেল! নতুন নিয়ম শুনে চোখ কপালে যাত্রীদের, কী কী বদল আসছে?

শহরের রাস্তায় টোটো চলাচলে শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জলপাইগুড়ি পুরসভা। এখন থেকে নতুন কিছু নিয়ম মেনে টোটো চালাতে হবে চালকদের। এই নিয়ম না মানলে জরিমানা থেকে শুরু করে রেজিস্ট্রেশন বাতিল পর্যন্ত হতে পারে। বুধবার থেকেই এই নতুন নিয়মগুলো সম্পর্কে মাইকিং করে প্রচার শুরু হয়েছে এবং আগামী তিন দিন এই প্রচার চলবে। এরপরও কেউ নিয়ম ভাঙলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

নতুন নিয়মের কিছু গুরুত্বপূর্ণ দিক
বয়সসীমা: ১৮ বছরের কম বয়সি কেউ টোটো চালাতে পারবে না। পুরসভার অভিযোগ, বহু নাবালক চালক টোটো চালাচ্ছে, যাদের অভিজ্ঞতা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

নেশাগ্রস্ত চালক: নেশাগ্রস্ত অবস্থায় টোটো চালালে প্রথমবার ১,০০০ টাকা জরিমানা হবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে রেজিস্ট্রেশন বাতিল ও টোটো বাজেয়াপ্ত করা হবে।

যাত্রী বসার নিয়ম: চালকের পাশে কোনো যাত্রী বসতে পারবেন না। প্রথমবার এই নিয়ম ভাঙলে ৫০০ টাকা এবং দ্বিতীয়বার ১,০০০ টাকা জরিমানা। তৃতীয়বার একই ভুল হলে টোটোর রেজিস্ট্রেশন বাতিল ও গাড়ি বাজেয়াপ্ত করা হবে।

রাতের নিরাপত্তা: রাতে হেডলাইট না জ্বালিয়ে টোটো চালালে ২০০ টাকা জরিমানা দিতে হবে। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, রাতের অন্ধকারে টোটো চালানো ঝুঁকিপূর্ণ হওয়ায় এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।

ভাড়া ও বিশেষ পরিষেবা
জলপাইগুড়ি পুরসভা টোটোর ভাড়াও নির্দিষ্ট করে দিয়েছে। প্রথম ২ কিলোমিটারের জন্য ১৫ টাকা এবং এর পরের প্রতি কিলোমিটারে ৫ টাকা হারে ভাড়া নেওয়া যাবে। তবে সর্বোচ্চ ভাড়া ৩০ টাকার বেশি হতে পারবে না।

বিশেষ কিছু শ্রেণির যাত্রীর জন্য ‘নো রিফিউজাল’ পরিষেবাও চালু করা হয়েছে। স্কুল ইউনিফর্ম পরা ছাত্রছাত্রী, প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের টোটোচালকরা ফিরিয়ে দিতে পারবেন না। এই শ্রেণির যাত্রীদের জন্য প্রথম ২ কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, টোটোর রেষারেষি বন্ধ করতে পুলিশ প্রশাসনের সঙ্গে যৌথভাবে নজরদারি চালানো হবে।