করণের ফোন পেয়েও নিসাকে বলিউডে আনছেন না কাজল! নেপথ্যে আসল কারণ কী?

বলিউডের জনপ্রিয় পরিচালক-প্রযোজক করণ জোহর বহু তারকা সন্তানকে বলিউডে লঞ্চ করেছেন। সেই তালিকায় আলিয়া ভাট, জাহ্নবি কাপুর, অনন্যা পান্ডের মতো তারকারা যেমন আছেন, তেমনি আছেন ইব্রাহিম আলি খানের মতো নতুন মুখও। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী কাজল জানালেন, করণ তার মেয়ে নিসা দেবগনকে বলিউডে লঞ্চ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু কাজল মনে করেন, তার মেয়ে এখনই অভিনয়ে আসছে না।

সাক্ষাৎকারে কাজল বলেন, তিনি তার সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো চাপ অনুভব করেন না। তিনি বিশ্বাস করেন, প্রত্যেকের জীবন ও পছন্দ তার নিজের হওয়া উচিত। একজন অভিভাবক হিসেবে তিনি শুধু ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের যথেষ্ট শিক্ষা দিয়েছেন। এখন তাদের নিজেদের পথে উড়তে দিতে হবে।

করণ জোহর ফোন করে নিসাকে লঞ্চ করার ব্যাপারে জানতে চেয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে কাজল জানান, এমন এক-দু’টি ফোন এসেছিল। তবে তার মতে, এই মুহূর্তে নিসার বলিউডে আসার কোনো পরিকল্পনা নেই। কাজল বলেন, “সে যা করতে চায়, তা যদি করে তবে আমাদের জানাবে। আমরা তার সঙ্গে ১০০% আছি, সে যে পথই বেছে নিক না কেন।”

এর আগে, কাজল ও অজয় দেবগন দুজনই জানিয়েছিলেন যে নিসার চলচ্চিত্র শিল্পে যোগদানের কোনো ইচ্ছা নেই। নিসা সুইজারল্যান্ডের গ্লিওন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন থেকে এ বছরের জুলাই মাসে স্নাতক হন। তার স্নাতকোত্তর অনুষ্ঠানে পুরো পরিবার সেখানে উপস্থিত ছিল।

অন্যদিকে, কাজল ও অজয়ের ছেলে যুগ দেবগন, যার বয়স সম্প্রতি ১৫ হয়েছে, সে দ্য ক্যারাটে কিডের হিন্দি সংস্করণে কণ্ঠ দিয়েছে। ওই ছবিতে অজয় জ্যাকি চ্যানের চরিত্রে কণ্ঠ দিয়েছেন। কাজলকে তার জনপ্রিয় সিরিজ ‘দ্য ট্রায়াল’-এর সিকুয়েলে দেখা যাবে।