বাংলার আগেই দিল্লিতে SIR ঘোষণা, দেখেনিন কী কী নথি দেখাতে হবে নাগরিকদের?

বিহারের পর এবার দিল্লিতেও শুরু হতে চলেছে ভোটার তালিকায় বিশেষ পরিমার্জন, যা সংক্ষেপে এসআইআর (Special Intensive Revision) নামে পরিচিত। এর ফলে আপনার নাগরিকত্বের প্রমাণ হিসেবে বৈধ নথি দেখাতে হতে পারে। যদিও বাংলায় এখনও এই প্রক্রিয়া শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক বিজ্ঞপ্তি দিয়ে এই কাজের কথা জানিয়েছেন। ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা, তা যাচাই করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের ঘোষণা অনুযায়ী, যদি কোনো ভোটারের নাম ২০০২ সালের ভোটার তালিকায় না থাকে, তবে তাকে ‘ইনুমুরেশন ফর্ম’ জমা দিয়ে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এমনকি, যদি কোনো ভোটারের নাম থাকে কিন্তু তার বাবা-মায়ের নাম না থাকে, তাহলেও তাকে পরিচয়পত্র জমা দিতে হবে। নাগরিকদের সুবিধার জন্য ২০০২ সালের ভোটার তালিকা দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, যাতে ভোটাররা সহজেই তাদের নাম যাচাই করতে পারেন।

এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দিল্লিতে প্রতিটি বিধানসভা আসনে ‘বুথ লেভেল অফিসার’ (বিএলও) নিয়োগ করা হয়েছে। এই বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবেন। নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটারদের পাসপোর্ট, জন্ম সনদ, জমির দলিলসহ ১১টি নথির মধ্যে যেকোনো একটি দেখাতে হবে। তবে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, খুব শীঘ্রই দেশজুড়ে এই প্রক্রিয়া শুরু করা হবে।