দিল্লিতেও কার্যকর হবে SIR, বিজ্ঞপ্তি প্রকাশ করলো মুখ্য নির্বাচনী আধিকারিক

ভোটার তালিকায় ব্যাপক সংশোধনের (এসআইআর) বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার দিল্লিও সেই পথেই হাঁটছে। বিহারের পর এবার রাজধানী দিল্লিতেও শুরু হতে চলেছে এই প্রক্রিয়া। এর মাধ্যমে ভোটারদের ২০০২ সালের নির্বাচনী তালিকায় তাদের এবং তাদের অভিভাবকদের নাম আছে কিনা তা যাচাই করা হবে। এই প্রক্রিয়াটি আগামী ২৬ অক্টোবর পর্যন্ত চলবে। এর ফলে দিল্লি ও বিহারের ভোটার তালিকায় বড়সড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২০০২ সালের তালিকায় নাম থাকলে ভোটারদেরকে দ্রুত বৈধ নথি প্রস্তুত করতে হবে। সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল যে এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। নাগরিকত্ব প্রমাণ করতে ১১টি ভিন্ন নথি যাচাই করা হবে।

গত ১৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এক মামলায় স্পষ্ট জানায় যে, বিহারে চলমান এসআইআর-এ কোনো ধরনের কারচুপি ধরা পড়লে পুরো প্রক্রিয়াটি বাতিল করা হবে। আদালত আরও জানায়, এসআইআর সম্পর্কিত শীর্ষ আদালতের চূড়ান্ত রায় সারা দেশের জন্যই প্রযোজ্য হবে। এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে সারা দেশে ভোটার তালিকায় নিবিড় সংশোধন করা হতে পারে, যা নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সাহায্য করবে।

Editor001
  • Editor001