SSC : নবম-দশমের মডেল উত্তরপত্র প্রকাশ, জেনেনিন উত্তরপত্র চ্যালেঞ্জ করার শেষ তারিখ?

দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশন (SSC) নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশ করেছে। ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই পরীক্ষার ১১টি বিষয়ের ৬০টি করে প্রশ্নের মডেল উত্তর প্রকাশ করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরীক্ষার্থীরা ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি প্রশ্নের জন্য ১০০ টাকা ফি দিয়ে এই উত্তরপত্র চ্যালেঞ্জ করতে পারবেন। যদি চ্যালেঞ্জ সঠিক প্রমাণিত হয়, তাহলে সেই টাকা ফেরত দেওয়া হবে। আগামী ২০ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে।

দুর্নীতির পর স্বচ্ছতার পথে SSC
সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘদিনের দুর্নীতির কারণে পুরো প্যানেল বাতিল হওয়ার পর SSC নতুন করে পরীক্ষা নেয়। এই পরীক্ষার মাধ্যমে কমিশন স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মডেল উত্তরপত্র প্রকাশ করা। উল্লেখ্য, এই পরীক্ষাগুলোতে রাজ্যের পাশাপাশি উত্তরপ্রদেশ-সহ ভিনরাজ্যের পরীক্ষার্থীরাও অংশগ্রহণ করেন, যা নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে।

ফের পরীক্ষায় বসতে ক্ষোভ প্রকাশ
প্রায় ৯ বছর পর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেক চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক ক্ষোভ প্রকাশ করেছেন। ৭ বছর চাকরি করার পরও নির্দোষ প্রমাণিত হয়েও আবার নতুন করে পরীক্ষায় বসার জন্য তাদের মধ্যে হতাশা দেখা গেছে। অনেক পরীক্ষার্থী টি-শার্টে প্রতিবাদী স্লোগান লিখে পরীক্ষা দিয়েছেন। এই পরিস্থিতিতে, স্বচ্ছতা ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে এবারের পরীক্ষা।