অনলাইন সামগ্রীর রহস্যময় ইকো ভ্যান, মুর্শিদাবাদের রাস্তায় পুলিশের জালে ধরা পড়ল লক্ষ লক্ষ টাকার চোরাই পার্সেল

মুর্শিদাবাদের নওদায় পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার হলো বিপুল পরিমাণ অনলাইন পার্সেল সামগ্রী। যার বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে নওদা থানার পুলিশ পাটিকাবাড়ি হাই স্কুলের সামনে একটি বিশেষ নাকা চেকিংয়ের ব্যবস্থা করে। সেই সময় নদিয়া থেকে মুর্শিদাবাদের দিকে আসা একটি সাদা রঙের ইকো ভ্যানকে আটকানো হয়। গাড়িটি তল্লাশি করতেই পুলিশের চোখ কপালে ওঠে। গাড়ির ভেতর ভর্তি ছিল অনলাইন বাণিজ্যিক সংস্থার বিভিন্ন ধরনের পার্সেল।
পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েও গাড়িতে থাকা দুই ব্যক্তি এই বিপুল পরিমাণ সামগ্রীর কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এতেই পুলিশের সন্দেহ হয় এবং তারা সঙ্গে সঙ্গে গাড়ি, পার্সেল এবং দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলো রশিদুল বিশ্বাস ও সালমান মন্ডল। তাদের দুজনেরই বাড়ি ডোমকল থানার বাগডাঙ্গার মুরারিপুর গ্রামে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত আছে, তা জানতে তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের বহরমপুর আদালতে তোলা হয় এবং পুলিশ তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। এই ঘটনার পর পুলিশ মনে করছে, অনলাইন ব্যবসার আড়ালে একটি বড়সড় অবৈধ চক্র সক্রিয় রয়েছে।