হতাশ মোহনবাগান সমর্থকরা! যুবভারতীতে আহালের কাছে ১-০ গোলে হারলো সবুজ-মেরুন ব্রিগেড

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে তুর্কমেনিস্তানের ক্লাব আহাল এফসি-র কাছে ১-০ গোলে হেরেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ-মেরুন ব্রিগেডের এই অপ্রত্যাশিত হার হতাশ করেছে সমর্থকদের।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতি আক্রমণে মেতে ওঠে। ঘরের মাঠে মোহনবাগান বেশ কিছু সুযোগ তৈরি করলেও, আহালের শক্ত রক্ষণ ভেদ করা সম্ভব হয়নি। লিস্টন কোলাসো, জেসন কামিংসরা বেশ কিছু শট নিলেও তা গোলপোস্টের বাইরে চলে যায় বা প্রতিপক্ষের ডিফেন্সে আটকে যায়। অপরদিকে, আহালের গতিশীল ফুটবলাররাও মাঝেমধ্যে মোহনবাগান রক্ষণে চাপ তৈরি করেন। প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ হয়।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের ছবি খুব একটা বদলায়নি। মোহনবাগান কোচ জোসে মোলিনা কিয়ান নাসিরি ও দীপক টাংরির পরিবর্তে জেমি ম্যাকলারেন ও অনিরুদ্ধ থাপাকে মাঠে নামিয়ে আক্রমণ আরও জোরদার করার চেষ্টা করেন। জেসন কামিংস ও জেমি ম্যাকলারেন কিছু ভালো সুযোগ তৈরি করলেও, আহাল এফসি-র গোলকিপার কাকাগেলডি তা রুখে দেন।
ম্যাচের ৮৩তম মিনিটে আসে সেই গোল। আহাল এফসি-র হয়ে আন্নাইয়েভ এনভারের গোলে এগিয়ে যায় তারা। এই গোলের পর মোহনবাগান ম্যাচে ফেরার জন্য শেষ চেষ্টা চালালেও সফল হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আহাল এফসি।
হাজার হাজার মোহনবাগান সমর্থকের সামনে ঘরের মাঠে এই হার দলের এএফসি কাপের যাত্রায় বড় ধাক্কা দিল। তবে, হতাশাজনক ফলাফল সত্ত্বেও সমর্থকদের টিফো আর সমর্থন ছিল চোখে পড়ার মতো।