“পরে পরীক্ষা দিয়েছেন মনীষা, লিস্টে নামও আছে”- SSC পরীক্ষায় বিতর্ক, মুখ খুললেন কল্যাণ

এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন নোয়া খুলতে বলায় এক পরীক্ষার্থীর পরীক্ষা না দিয়ে ফিরে যাওয়ার ঘটনায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। এর আগে জানা গিয়েছিল, কালনা হিন্দু গার্লস স্কুলের এক পরীক্ষার্থী হাতের নোয়া না খুলে পরীক্ষা কেন্দ্র থেকে ফিরে যান। কিন্তু তৃণমূল নেতা এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছেন যে, মনীশা সিকদার নামে ওই পরীক্ষার্থী প্রথমে নোয়া নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে গেলে মেটাল ডিটেক্টর বেজে ওঠে। এর ফলে তিনি ক্ষুব্ধ হয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে গেলেও পরে স্বেচ্ছায় ফিরে এসে নোয়া খুলে পরীক্ষা দেন। তাঁর আরও দাবি, ওই পরীক্ষার্থী পরীক্ষা হলের রেজিস্টারে সইও করেছেন।

পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকায় সবরকম ধাতব সামগ্রী খুলে রাখার কথা বলা হয়েছিল। এই নিয়ম মেনে বেশিরভাগ পরীক্ষার্থীই তাদের শাখা, পলা বা নোয়া খুলে রেখেছিলেন। কিন্তু মনীশা প্রথমে এই নিয়ম মানতে রাজি হননি। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী, পরে তিনি ফিরে এসে নিয়ম মেনে পরীক্ষা দিয়েছেন। এই বিষয়ে সংবাদমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।