মিমি চক্রবর্তীর পর অঙ্কুশ হাজরা, কেন টলিউড-বলিউড থেকে ক্রিকেটাররাও ইডির স্ক্যানারে

বেটিং অ্যাপ সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারির তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। মঙ্গলবার সকালেই তিনি দিল্লিতে ইডি-র সদর দফতরে পৌঁছে যান এবং সকাল ১১টার পর থেকে তাকে জেরা শুরু হয়। এর আগে সোমবার একই মামলায় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
কেন ইডির নজরে অঙ্কুশ?
ইডি সূত্রের খবর অনুযায়ী, একটি বেআইনি বেটিং অ্যাপের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা নয়ছয় এবং বিদেশে পাচারের অভিযোগ উঠেছে। এই লেনদেনের গতিপথ খুঁজে বের করতেই ইডি তদন্ত শুরু করেছে। জানা গেছে, অঙ্কুশ হাজরা এবং মিমি চক্রবর্তী দুজনেই এই বেটিং অ্যাপের হয়ে একসঙ্গে প্রচার করেছিলেন।
ইডি আধিকারিকরা অঙ্কুশের কাছে জানতে চেয়েছেন, বেটিং অ্যাপটি বেআইনি জেনেও তিনি কেন এর সঙ্গে যুক্ত হয়েছিলেন? তাদের মধ্যে কী ধরনের চুক্তি হয়েছিল? চুক্তির টাকা কোন অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে এসেছিল? এছাড়া, তিনি নগদে কোনো টাকা নিয়েছিলেন কি না বা টাকা ছাড়া অন্য কোনো সুযোগ-সুবিধা পেয়েছিলেন কি না, সে বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ইডির স্ক্যানারে আরও অনেকেই
শুধু টলিউড নয়, এই মামলার তদন্তে বলিউডের অভিনেতা এবং প্রাক্তন ক্রিকেটাররাও ইডির নজরে রয়েছেন। সূত্রের খবর, এই মামলাতেই ২২ সেপ্টেম্বর প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পা এবং ২৩ সেপ্টেম্বর যুবরাজ সিংকে তলব করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর অভিনেতা সোনু সুদকেও ইডি ডেকে পাঠিয়েছে। মঙ্গলবার অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও তলব করা হয়েছিল, তবে তিনি ইডি দফতরে উপস্থিত হননি।
অঙ্কুশের আইনজীবী জানিয়েছেন, এটি কোনো জিজ্ঞাসাবাদ নয়, বরং তদন্তের একটি রুটিন প্রক্রিয়া। তবে ইডির পক্ষ থেকে এই মামলার তদন্তে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।