ভারতীয় দলের জার্সিতে এবার নতুন স্পন্সর, সাহারা ও ড্রিম ইলেভেনের পর এবার কোন সংস্থার নাম

ভারতীয় ক্রিকেটের উন্মাদনাকে কাজে লাগিয়ে নিজেদের পরিচিতি বাড়াতে এবার এগিয়ে এলো অ্যাপোলো টায়ারস (Apollo Tyres)। ক্রিকেট দলের স্পন্সর হিসেবে দীর্ঘদিনের বিডিং প্রক্রিয়ার পর ড্রিম ইলেভেনকে সরিয়ে এবার ভারতীয় পুরুষ ও মহিলা দলের জার্সিতে দেখা যাবে এই সংস্থার নাম।

কেন অ্যাপোলো টায়ারস?
অ্যাপোলো টায়ারস-এর সঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)-এর আড়াই বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা ২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত চলবে। এই চুক্তির ফলে টিম ইন্ডিয়ার লিড স্পন্সর হিসেবে অ্যাপোলো টায়ারস এখন থেকে সব ফরম্যাটের ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের জার্সিতে তাদের লোগো ব্যবহার করতে পারবে।

বিসিসিআইয়ের প্রতিক্রিয়া
ভারতীয় ক্রিকেটের সঙ্গে এই অংশীদারিত্বকে স্বাগত জানিয়েছে বিসিসিআই। তাদের মতে, এটি ভারতের ক্রিকেট জগতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। বর্তমানে ভারতীয় দল সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে ব্যস্ত রয়েছে। এই টুর্নামেন্টের মাঝেই এই বড় ঘোষণাটি হলো।