সরকারি কর্মীদের অ্যাকাউন্টে পুজোর আগেই ঢুকবে মোটা টাকা, জেনেনিন কবে?

উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এক বিরাট সুখবর। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে দুর্গাপূজার আগেই সেপ্টেম্বর মাসের বেতন পাবেন কর্মীরা। এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মোদি সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মীরা স্বভাবতই খুশি।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকা অনুযায়ী, ২৬শে সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মচারীদের অ্যাকাউন্টে ‘অ্যাডভান্স’ হিসেবে সেপ্টেম্বরের বেতন জমা করা হবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেলের (CGA) কার্যালয় থেকে এই আদেশ জারি করা হয়েছে। এই পদক্ষেপের উদ্দেশ্য হল, দেশের অন্যতম বড় উৎসব দুর্গাপূজা উদযাপনে সরকারি কর্মীদের আর্থিক সুবিধা প্রদান করা।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজার আগে এই উদ্যোগ শুধু অর্থনৈতিক স্বস্তিই দেবে না, বরং বাঙালি আবেগের প্রতিও এক অনন্য সম্মান।’ তিনি আরও বলেন, এই পদক্ষেপ প্রমাণ করে যে কেন্দ্রীয় সরকার বাংলার সংস্কৃতি ও অনুভূতির প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল।