‘বাংলার যুবসমাজকে নতুন পথে নিয়ে যাব’, নরেন্দ্র কাপে দাঁড়িয়ে কেন এমন দাবি করলেন শুভেন্দু

নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘নরেন্দ্র কাপ’ ফুটবল টুর্নামেন্টে অংশ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এই অনুষ্ঠানে এসে তিনি রাজ্যের যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করে তোলার ওপর জোর দেন। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও বিশেষ বার্তা দেন।

কেন এই আয়োজন?
প্রতি বছর হাওড়ায় নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এখানে নরেন্দ্র মোদীর নামে বিভিন্ন ফুটবল ক্লাব টুর্নামেন্টে অংশ নেয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “এর মাধ্যমে বাংলার যুবসমাজকে সঠিক পথে চালিত করা সম্ভব। খেলাধুলার মাধ্যমে তারা আরও বেশি ঐক্যবদ্ধ হবে।”

মোদীর জন্মদিন নিয়ে শুভেন্দু
শুভেন্দু অধিকারী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আগামী ১৭ সেপ্টেম্বর। এই দিনটি সেবা দিবস হিসেবে পালিত হয়। দেশের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা।”

তিনি আরও বলেন, “আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হবেন।” তার এই মন্তব্য থেকে স্পষ্ট, বিজেপি আগামী নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই ধরনের কর্মসূচি আয়োজনের মাধ্যমে তারা রাজ্যের প্রতিটি স্তরে তাদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে।