‘একাধিক তথ্য দিতে হবে’, জঙ্গিপুরে কেন জারি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নতুন নির্দেশিকা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসে দলবদলের নতুন নিয়ম চালু করা হলো। এবার থেকে অন্য দল থেকে আসা কাউকে দলে নেওয়ার ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই নতুন পদ্ধতি কার্যকর করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
কী এই নতুন নিয়ম?
জানা গেছে, নতুন ব্লক বা টাউন সভাপতির নাম ঘোষণা না হওয়া পর্যন্ত অন্য দলের কোনো কর্মীকে তৃণমূলে যোগদান করানো যাবে না। এমনকি নতুন সভাপতি ঘোষণার পরেও এই প্রক্রিয়া সহজ হবে না। নতুন নিয়ম অনুযায়ী, দলবদলুদের সমস্ত তথ্য জেলা কমিটির পাশাপাশি তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাককেও জানাতে হবে।
নির্দেশিকা ও তার উদ্দেশ্য
এই বিষয়ে রবিবার জঙ্গিপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভাপতি, বিধায়ক এবং শাখা সংগঠনগুলোকে একটি বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান এই নির্দেশিকা পাঠান। যদিও আপাতত এই নির্দেশিকা শুধুমাত্র জঙ্গিপুরে জারি করা হয়েছে, তবে তৃণমূল সূত্রে খবর, এটি রাজ্যের অন্যান্য জেলাতেও কার্যকর করা হতে পারে।
জঙ্গিপুরের নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে যে, পুরো বিষয়টি অভিষেকের নির্দেশেই হচ্ছে। এর মাধ্যমে তিনি দলবদলের প্রক্রিয়াকে আরও সুসংহত ও পরিকল্পিত করতে চাইছেন। কোনো নতুন কর্মীকে দলে যোগ করানোর আগে তার সম্পর্কে কিছু নির্দিষ্ট তথ্য জানাতে হবে, যেমন:
যোগদানকারীর নাম
তিনি কোন দল থেকে আসছেন
পূর্বতন দলে তার পদ কী ছিল
যোগদানের কারণ
সময় এবং স্থান
নির্দেশিকায় আইপ্যাকের পাশাপাশি ‘AB’ নামে একটি শব্দও ব্যবহার করা হয়েছে, যা দলের অভ্যন্তরীণ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোঝাতেই ব্যবহৃত হয়।