প্রাথমিক শিক্ষকে নিয়োগের বিরাট ঘোষণা, ২৩০০-র বেশি শূন্যপদে স্পেশাল এডুকেটর নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ

রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার সন্ধ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, প্রাথমিকের জন্য মোট ২৩০৮টি শূন্যপদে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। এর আগে মাধ্যমিক স্তরেও একই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
কেন এই উদ্যোগ?
পর্ষদের এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো, বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীরা যেন সাধারণ স্কুলের মূল ধারার শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনা করতে পারে। এর ফলে তারা আরও স্বচ্ছন্দ্যে শিক্ষার সুযোগ পাবে এবং সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারবে। শিক্ষামহলের মতে, দীর্ঘদিন ধরেই রাজ্যে প্রশিক্ষিত স্পেশাল এডুকেটরের অভাব ছিল, যা এই নতুন নিয়োগের ফলে অনেকটাই পূরণ হবে।
আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া
বয়সসীমা: ২০২৬ সালের ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। রাজ্যের নিয়ম অনুযায়ী ওবিসি প্রার্থীদের জন্য বয়সে ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই) অনুমোদিত প্রতিষ্ঠান থেকে স্পেশাল ডিএলএড কোর্স করে থাকতে হবে। এর সঙ্গে ছয় মাসের প্রশিক্ষণও আবশ্যক।
নিয়োগ পদ্ধতি: নিয়োগ প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে ৮০ নম্বরের টেট (TET) পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে ২০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে প্রার্থীর পড়ানোর দক্ষতা যাচাই করা হবে।
আবেদনের তারিখ: আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। যদিও এখনো আবেদন শুরুর তারিখ জানানো হয়নি, তবে পর্ষদ খুব শিগগিরই তা ঘোষণা করবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে বলে সম্প্রতি শিক্ষা দফতর জানিয়েছিল। এরপরই এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ায় চাকরিপ্রার্থীরা আশায় বুক বাঁধছেন।