‘ধুতি নয়, পাঞ্জাবী-পায়জামাই আমার পছন্দ’, নতুন পোশাক ব্র্যান্ড এনে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

দুর্গাপূজা আসন্ন। কেনাকাটার এই মরসুমে নতুন চমক দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার তিনি নিজের জামাকাপড়ের ব্র্যান্ড ‘সৌরাগ্য’-র আনুষ্ঠানিক সূচনা করলেন। এই উদ্যোগে তিনি পায়জামা-পাঞ্জাবীর মতো বাঙালি পোশাককে নতুন রূপে সামনে এনেছেন। এই ব্র্যান্ডের পোশাক সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হয়েছে।

কেন ‘সৌরাগ্য’?
কলকাতার বুকে নিজের ব্র্যান্ডের পোশাক পরে র‍্যাম্পে হেঁটে সৌরভ জানান, তার ব্যক্তিগত পছন্দ হলো পায়জামা-পাঞ্জাবী। তিনি বলেন, “ধুতি আমি শুধু বিয়ের সময় পরেছিলাম। পুজোর সময় আমি পাঞ্জাবী-পায়জামাই পরি।” এখন স্ত্রী ডোনা এবং মেয়ে সানার পছন্দেই তার পোশাক কেনা হয় বলেও তিনি জানান। ‘সৌরাগ্য’ ব্র্যান্ডটি মূলত বাঙালির ঐতিহ্যবাহী পোশাককে আধুনিকতার ছোঁয়া দিয়ে সবার কাছে পৌঁছে দিতে চায়।

ভারত-পাকিস্তান প্রসঙ্গে সৌরভ
পোশাক ব্র্যান্ড লঞ্চের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌরভ ভারত-পাকিস্তান ক্রিকেট নিয়েও কথা বলেন। সম্প্রতি এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সে প্রসঙ্গে সৌরভকে প্রশ্ন করা হয়।

তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, “এই প্রশ্নের উত্তর একমাত্র সূর্যকুমার যাদব দিতে পারবেন।” তবে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তিনি বলেন, “আমি প্রথম ১৫ ওভারের পর থেকে আর দেখিনি। টেলিভিশন চ্যানেল বদলে ফুটবল ম্যাচ দেখছিলাম। পাকিস্তান আর কোনো প্রতিদ্বন্দ্বী নয়। আগের বিখ্যাত ক্রিকেটাররা এখন আর ওই দলে নেই।” তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদ বন্ধ হওয়া উচিত, আর খেলা খেলার মতো চলা উচিত।”