GST-কমার কারণে সস্তা হলো হোন্ডা অ্যাক্টিভা, জেনেনিন নতুন দাম কত?

ভারতীয় বাজারের অন্যতম জনপ্রিয় স্কুটার হোন্ডা অ্যাক্টিভা এখন আগের চেয়ে আরও সাশ্রয়ী হতে চলেছে। ২২শে সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন জিএসটি স্ল্যাবের কারণে ৩৫০ সিসির কম ইঞ্জিনের টু-হুইলারের উপর কর কমছে। আগে এই ধরনের যানবাহনে ২৮ শতাংশ জিএসটি এবং ১ শতাংশ সেস লাগতো, যা এখন সরকার কমিয়ে ১৮ শতাংশ জিএসটি করেছে এবং সেস সম্পূর্ণভাবে তুলে দিয়েছে। এর ফলে গ্রাহকরা প্রায় ১০ শতাংশ পর্যন্ত কর সাশ্রয় করতে পারবেন।

কর হ্রাসের এই সিদ্ধান্ত হোন্ডা অ্যাক্টিভার উপর সরাসরি প্রভাব ফেলবে। হোন্ডা কোম্পানি ঘোষণা করেছে যে, নতুন নিয়ম অনুযায়ী অ্যাক্টিভা ১১০-তে ৭,৮৭৪ টাকা এবং অ্যাক্টিভা ১২৫-এ প্রায় ৮,২৫৯ টাকা সাশ্রয় হবে।

এই সাশ্রয়ের পাশাপাশি, উৎসবের মরসুমে ডিলারদের পক্ষ থেকে বিভিন্ন ছাড় এবং অফারও আলাদাভাবে পাওয়া যাবে। অর্থাৎ, এই সময় অ্যাক্টিভা কেনা গ্রাহকদের জন্য দ্বিগুণ লাভের সুযোগ নিয়ে আসছে।