চঞ্চল্যকর মোড়! এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়সহ ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন, শুরু বিচারপ্রক্রিয়া

পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের (SSC) একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে বিচারপ্রক্রিয়া শুরু হতে চলেছে। বৃহস্পতিবার আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ মোট ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। এটি সিবিআই-এর দায়ের করা কোনো নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জ গঠনের ঘটনা।

কারা অভিযুক্ত?
চার্জশিটে নাম থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হলেন:

পার্থ চট্টোপাধ্যায়: প্রাক্তন শিক্ষামন্ত্রী।

পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী: প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও তাঁর মেয়ে।

শান্তিপ্রসাদ সিনহা: এসএসসির উপদেষ্টা কমিটির প্রধান।

সুবীরেশ ভট্টাচার্য: এসএসসির প্রাক্তন চেয়ারম্যান।

কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সমরজিৎ আচার্য, অশোক সাহা, পর্ণা বসু: এসএসসির গুরুত্বপূর্ণ আধিকারিক।

পঙ্কজ বনশল ও নীলাদ্রি দাস: নাইসা-র আধিকারিক।

একাধিক এজেন্ট: দুর্নীতির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন এজেন্ট।

কোন কোন ধারায় চার্জ গঠন?
আদালত অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক গুরুতর ফৌজদারি ধারায় চার্জ গঠন করেছে। এর মধ্যে রয়েছে:

ফৌজদারি ষড়যন্ত্র: IPC 120B

প্রমাণ লোপাট: IPC 201

প্রতারণা: IPC 420

নথি জাল: IPC 467, 468, 471

মামলার পরবর্তী পদক্ষেপ
বিচারক বিশ্বরূপ শেঠ এই চার্জ গঠন করেছেন। এর মাধ্যমে মামলার দীর্ঘ প্রতীক্ষার পর এবার নিয়মিত শুনানি শুরু হবে। শুনানির সময় অভিযুক্তরা নিজেদের পক্ষে যুক্তি দেবেন এবং সিবিআই তাদের বিরুদ্ধে থাকা সমস্ত প্রমাণ আদালতে পেশ করবে। এই মামলার রায় শুধু শিক্ষাজগতেই নয়, রাজ্য রাজনীতির ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গোটা রাজ্যের নজর এখন এই মামলার দিকে।