দুই লরির মুখোমুখি সংঘর্ষে রণক্ষেত্র ধূপগুড়ি! এক ঘণ্টা ধরে স্টিয়ারিংয়ে আটকে চালক, এরপর যা ঘটল…

ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন এশিয়ান হাইওয়েতে বৃহস্পতিবার গভীর রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুটি পণ্যবাহী লরির মুখোমুখি সংঘর্ষে এক লরির চালক প্রায় এক ঘণ্টা ধরে স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে ছিলেন। দমকল ও পুলিশের তৎপরতায় তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জলপাইগুড়ির দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই একটি লরি। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি কাঠবোঝাই লরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্ট বোঝাই লরির সামনের চাকা হঠাৎ ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান এবং সরাসরি গিয়ে অন্য লরিটিকে ধাক্কা দেন। সংঘর্ষের তীব্রতায় সিমেন্ট বোঝাই লরির চালক নুর ইসলাম, যিনি আসামের বাসিন্দা, গাড়ির ভেতরেই আটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি দমকল বাহিনী ও পুলিশ। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার কঠিন প্রচেষ্টায় চালককে উদ্ধার করা সম্ভব হয়। এরপর তাঁকে প্রথমে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই দুর্ঘটনার কারণে এশিয়ান হাইওয়ে ৪৮ নম্বর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। দুটি লরি রাস্তা থেকে সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি আটক করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।